Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- শনিদেব বিপরীতমুখী অবস্থায় গমন করছেন। ১৫ অক্টোবর পর্যন্ত এই অবস্থায় থাকবেন তিনি। এই অবস্থায় কিছু রাশির জন্য বিপরীতমুখী শনি উপকারী হবে। শনিদেবের বিপরীতমুখী গতি বেশ কয়েকটি রাশিকে জীবনে খুব উন্নতি দেবে এই পরিস্থিতিতে। কারা পাবেন ভাগ্যের সাহায্য ? কাদের হাতে আসতে পারে টাকা ? কারা পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন ? জেনে নিন শনিদেবের আশীর্বাদে এই সময়ে কী কী বদল হতে চলেছে জীবনে।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
মেষ রাশি : এই রাশির জন্য শনিদেবের পশ্চাদমুখী গতি অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। নতুন কাজ বা নতুন পরিকল্পনা বাস্তবায়নের এটাই উপযুক্ত সময়। বিপরীতমুখী শনিদেবের কৃপায় এই রাশি তাদের কর্মজীবনে নতুন সুযোগ পাবেন। অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে।
মিথুন রাশি : বিপরীতমুখী শনিদেব মিথুন রাশির জন্য সুখবর বয়ে আনবেন। ১৫ অক্টোবর পর্যন্ত এই রাশির মানুষ অনেক সাফল্য অর্জন করবেন। বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখা মানুষের স্বপ্ন পূরণ হবে। সব মিলিয়ে সময়টি দারুণ হবে এই রাশির জন্য।
সিংহ রাশি : বিপরীতমুখী শনিদেব সিংহ রাশির মানুষের কর্মজীবনে উন্নতির সম্ভাবনা তৈরি করবেন। এই সময়ের মধ্যে, আপনি কেরিয়ার সম্পর্কিত খুব ভালো সুযোগ পাবেন। চাকুরিজীবীরা সাফল্য পাবেন। যথেষ্ট আর্থিক লাভ হবে।
তুলা রাশি : বিপরীতমুখী শনিদেব তুলা রাশির জন্য অনুকূল হতে চলেছে। এই সময়ের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে শক্তিশালী হবে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো উন্নতির সময় এসেছে। এই সময়ে, আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন।
ধনু রাশি : এই রাশির জন্য শনিদেবের বিপরীতমুখী গতি সুবিধা দেবে। এই সময়ে এই রাশির চাকুরিজীবীরা সুখবর পাবেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা ভালো ফল পাবেন। একই সঙ্গে পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করলে তাতে লাভের মুখ দেখতে পাবেন। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে।
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)