Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিবাহিত জীবন কেমন কাটবে ? জ্যোতিষ শাস্ত্র মতে হস্ত রেখার বিশেষ গুরুত্ব রয়েছে। জীবন কী ভাবে কাটবে, তা হস্তরেখার উপর নির্ভরশীল। মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বিবাহিত জীবন। অনেকের বিয়ের পর থেকে অশান্তি আর ঝগড়া সব সময়ের সঙ্গী হয়ে ওঠে। সম্পর্ক ভেঙে যায় অনেকের। জানেন কি, হাতের রেখা বিয়ের পরের জীবন সুখে কাটবে না দুঃখে তা বলে দেয়।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে , বিবাহিত জীবন নির্ভর করে জীবন রেখা, ব্রেইন লাইন, ভাগ্যরেখা ও হৃদয়রেখার উপর ভিত্তি করে। এই রেখা গুলির মধ্যে কোনও কাটাকুটি না থাকলে বিবাহিত জীবন সুখের হবে। আবার হৃদয় রেখায় কাটা কুটি না থাকলে বিবাহিত জীবন আনন্দে কাটে।
জ্যোতিষশাস্ত্র মতে তর্জনীকে বৃহস্পতির আঙুল ধরা হয়। তর্জনী অতিরিক্ত লম্বা হলে তার ইগোও বেশি। ইগো বেশি থাকলে সম্পর্কে সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে অন্যের কথা শোনার প্রবণতা কমে। তাই জ্যোতিষ শাস্ত্র অনুসারে তর্জনী লম্বা হলে বিবাহিত জীবনের জন্য মোটেও ভালো নয়।
বিবাহিত জীবন সুখী করার জন্য স্বামী ও স্ত্রীর হাতের বুড়ো আঙুল ছোট হওয়া উচিত নয়। হাতের পাতায় ছোট ছোট ৪ , ৫ টা সমান্তরেখা থাকা সুখী বিবাহিত জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এই সব মানুষেরা একে অন্যকে সাহায্য করতে ভালোবাসেন।
আরও পড়ুন :- জ্যোতিষ মতে উচ্চশিক্ষায় সফলতা পেতে নজর রাখুন এই বিষয়ের উপর
মহিলাদের জন্য বিবাহিত জীবন সুখের জন্য ভাগ্যরেখা গুরুত্বপূর্ণ। মহিলার হাতে ভাগ্যরেখা যদি হৃদয় রেখার থেকে শুরু হয়, এই ধরনের মহিলারা বিয়ের পরে সুখী হন।
Highlights
1. বিবাহিত জীবন কেমন কাটবে ?
#Marriage #Life