Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এমপ্লয়িজ় স্টেট ইনশিওরেন্সের সুবিধা সারা দেশের বিভিন্ন সংস্থা এবং কর্মীদের কাছে পৌঁছে দিতে তাদের ‘স্প্রি’ বা স্কিম টু প্রোমোট রেজিস্ট্রেশন অফ এমপ্লয়ার্স/ এমপ্লয়িজ় প্রকল্প ফের শুরু করেছে এমপ্লয়িজ় স্টেট ইনশিওরেন্স কর্পোরেশন (ইএসআইসি)।
সম্প্রতি তাদের এই সিদ্ধান্তের কথা সর্বসমক্ষে ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ৮৮ হাজারের বেশি নিয়োগকর্তা এবং ১.০২ কোটি কর্মী ইএসআইসি-র সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে যোগদান করে।
১ জুলাই থেকে পুনরায় চালু হওয়া এই প্রকল্প ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। যে সমস্ত নিয়োগকর্তা এবং কর্মী এখনও ইএসআই-এর সুবিধার জন্য নাম নথিভুক্ত করায়নি, বা নাম নথিভুক্ত হয়নি, তাঁদের নাম নথিভুক্তির জন্য এককালীন এই সুবিধা দিতে চলেছে কেন্দ্র।
আরও পড়ুন:- ৩২০০০ শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ । চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকরা? জানাল হাইকোর্ট
চুক্তির ভিত্তিতে নিয়োগ হওয়া এবং অস্থায়ী কর্মীরাও ইএসআই আইন মোতাবেক এই সুবিধা পাবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে শ্রম মন্ত্রক।
১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে সমস্ত নিয়োগকর্তা নাম নথিভুক্ত করাবেন, তাদের নথিভুক্তির দিন থেকে বা তাদের নিজেদের ঘোষিত দিন থেকে এই প্রকল্পের অধীনে ধরা হবে। নতুন নথিভুক্ত হওয়া কর্মীদের নথিভুক্তির দিন থেকেই এই প্রকল্পের সদস্য হিসাবে গণ্য করা হবে।
ইএসআই আইন অনুযায়ী নিয়োগকর্তা এবং কর্মীরা নাম নথিভুক্ত না করানোয় তাদের উপর জরিমানা ধার্য করার বদলে নিজের থেকে যোগদানের সুযোগ দিচ্ছে কেন্দ্র। হিমাচলপ্রদেশের শিমলায় ইএসআইসি-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:- সুবিচার না পেলে আমি তৃণমূল ছেড়ে দেব, হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরির