Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মধ্যপ্রদেশের এক ২৫ বছর বয়সী রূপান্তরিত নারী তাঁর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন। তাঁর দাবি, দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পরে প্রেমিক তাকে লিঙ্গ পরিবর্তনের জন্য মানসিকভাবে চাপ দেন। কিন্তু অস্ত্রোপচারের পরে সেই প্রেমিকই তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন।
ওবেদুল্লাগঞ্জের বাসিন্দা ওই তরুণীর অভিযোগ, প্রেমিকের সঙ্গে তাঁর পরিচয় হয় প্রায় এক দশক আগে নর্মদাপুরম জেলায়। তখন দু’জনেই পুরুষ ছিলেন এবং সমকামী সম্পর্কেও যুক্ত ছিলেন। কিন্তু প্রেমিক তাঁকে লিঙ্গ পরিবর্তনের জন্য চাপ দেন। ইন্দোরের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি নারী রূপ ধারণ করেন।
তবে, অস্ত্রোপচারের কিছু মাস পর থেকেই প্রেমিক তাঁর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতে শুরু করেন। পরবর্তীতে স্পষ্টভাবে বিয়েতে অস্বীকৃতি জানান। এই প্রতারণায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণী এবং পুলিশের দ্বারস্থ হন।
ভোপালের গান্ধীনগর থানায় এই অভিযোগের ভিত্তিতে একটি ‘জিরো এফআইআর’ রুজু করা হয়। যেহেতু ঘটনাস্থল অভিযুক্তের বাসস্থান নর্মদাপুরম জেলায়, তাই মামলাটি সেখানে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের ধারায় মামলা দায়ের হয়েছে।
গান্ধীনগর থানার ইনচার্জ ব্রিজেন্দ্র মেরস্কোল পিটিআই-কে জানান, অভিযোগকারীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং তাতে তাঁর লিঙ্গ পরিবর্তনের তথ্যও নিশ্চিত হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করেননি, রূপান্তরনের আগে এবং পরে তাঁকে শারীরিক ও মানসিকভাবে শোষণও করেছেন।
এছাড়াও অভিযোগকারীর দাবি, অভিযুক্ত গুপ্তচরবৃত্তির সঙ্গেও যুক্ত। তবে তদন্তের অগ্রগতির ভিত্তিতে এই অভিযোগ যাচাই করা হবে।
এই ঘটনাটি শুধুমাত্র প্রেমঘটিত প্রতারণা নয়, বরং লিঙ্গপরিচয় এবং সম্মতির মতো গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন তুলে ধরছে। মামলার পরবর্তী অগ্রগতির দিকে নজর রাখছে প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলি।
আরও পড়ুন:- বারবার দুঃস্বপ্ন দেখলে কি ঘটে ? রহস্য উদ্ঘাটন করলেন বিজ্ঞানীরা