বিয়ের জন্য মেয়ে হয়েছিলেন যুবক, তারপর যা ঘটলো জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মধ্যপ্রদেশের এক ২৫ বছর বয়সী রূপান্তরিত নারী তাঁর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন। তাঁর দাবি, দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পরে প্রেমিক তাকে লিঙ্গ পরিবর্তনের জন্য মানসিকভাবে চাপ দেন। কিন্তু অস্ত্রোপচারের পরে সেই প্রেমিকই তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন।

ওবেদুল্লাগঞ্জের বাসিন্দা ওই তরুণীর অভিযোগ, প্রেমিকের সঙ্গে তাঁর পরিচয় হয় প্রায় এক দশক আগে নর্মদাপুরম জেলায়। তখন দু’জনেই পুরুষ ছিলেন এবং সমকামী সম্পর্কেও যুক্ত ছিলেন। কিন্তু প্রেমিক তাঁকে লিঙ্গ পরিবর্তনের জন্য চাপ দেন। ইন্দোরের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি নারী রূপ ধারণ করেন।

তবে, অস্ত্রোপচারের কিছু মাস পর থেকেই প্রেমিক তাঁর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতে শুরু করেন। পরবর্তীতে স্পষ্টভাবে বিয়েতে অস্বীকৃতি জানান। এই প্রতারণায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণী এবং পুলিশের দ্বারস্থ হন।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন