বিরাট শুল্ক প্রস্তাব জারি ট্রাম্পের ! ১২টি দেশে চিঠি যাচ্ছে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ট্রাম্পের জারি করা শুল্কে স্থগিতাদেশের মেয়াদ ফুরিয়ে যাবে ৯ জুলাই। আর সেই আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন যে, তিনি ১২টি দেশের জন্য শুল্কের মাত্রা নির্ধারণ করা চিঠিতে স্বাক্ষর করেছেন। সূত্রের খবর, এই ‘হয় নাও, নয় ছাড়ো’ (take it or leave it) প্রস্তাব গুলো সোমবার নির্দিষ্ট দেশগুলিতে পাঠানো হবে।

আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !

এয়ার ফোর্স ওয়ানে নিউ জার্সির পথে থুড়ি আকাশপথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংশ্লিষ্ট দেশগুলোর নাম জানতে চাওয়া হলে ট্রাম্প তা জানাতে অস্বীকার করেন। তবে তিনি জানান যে, সোমবার এই তথ্য প্রকাশ করা হবে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, প্রথম পর্যায়ের চিঠি শুক্রবার পাঠানো হবে। তবে পরবর্তীতে এই সময়সীমা পরিবর্তিত হয়েছে। তাঁর কথায়, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনায় বারবার সমস্যার সম্মুখীন হওয়ার পর আলোচনার পরিবর্তে চিঠি পাঠানোর পদ্ধতিকে সহজ বলে মনে হয় তাঁর।

বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের মধ্যে ট্রাম্প এপ্রিল মাসে ১০ শতাংশের একটি মূল শুল্ক হার এবং বেশিরভাগ দেশের জন্য অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন, কিছু ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত। তবে, আলোচনার সময় দেওয়ার জন্য ১০ শতাংশের উপরের সমস্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। সেই স্থগিতাদেশের মেয়াদ ৯ জুলাই শেষ হচ্ছে । এদিকে শুক্রবার সকালে ট্রাম্প জানিয়েছিলেন যে, শুল্ক আরও বাড়তে পারে, ৭০ শতাংশ পর্যন্ত, যার বেশিরভাগই ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এখন পর্যন্ত শুধুমাত্র ব্রিটেনের (যারা মে মাসে ১০ শতাংশ হার বজায় রাখার এবং অটো ও বিমান ইঞ্জিনের মতো খাতের জন্য অগ্রাধিকারমূলক শর্ত অর্জনের চুক্তি করেছে) এবং ভিয়েতনামের (যাদের অনেক রপ্তানির উপর শুল্ক পূর্বের ৪৬ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে আসবে, যখন অনেক মার্কিন পণ্য ভিয়েতনামে শুল্কমুক্ত প্রবেশ করবে) সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে। তবে সম্ভাবনা উসকে দিয়েও ভারতের সঙ্গে এখনও কোনওরকমের চুক্তি হয়নি আমেরিকার।

আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন