Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিরিয়ানিতে গিজগিজ করছে পোকা ! একমাসের মধ্যে ফের একই সংস্থার নামাঙ্কিত দোকানের খাবারে পোকা মেলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । প্রশ্ন উঠতে শুরু করেছে শিলিগুড়ি পুরনিগমের ভূমিকা নিয়ে । বুধবার শিলিগুড়ির চম্পাসারির একটি বিরিয়ানির দোকানের মাংসে মিলেছে পোকা ! তাতেই তোলপাড় কাণ্ড এলাকায় ৷
অভিযোগ, শিলিগুড়ির এক কলেজ ছাত্রী বুধবার ওই দোকান থেকে 100 টাকায় চিকেন বিরিয়ানি কেনেন । বাড়িতে ওই বিরিয়ানি খেতে বসে দেখেন চিকেনের মধ্যে সাদা ছোট ছোট পোকায় ভরা । পাশাপাশি মাংসে পচা গন্ধ । এরপর ওই ছাত্রী এবং তার আত্মীয়-স্বজন দোকানে গিয়ে অভিযোগ জানাতেই তারা উল্টে তাদের ওপর চোটপাট দেখায় বলে অভিযোগ । এরপর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওই দোকানের সমস্ত বিরিয়ানি রাস্তায় ফেলে দেয় । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । এলাকাবাসীরাই খবর দেয় প্রধাননগর থানার পুলিশকে ।
আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন
এদিকে, ক্ষোভে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধের পাশাপাশি দোকান বন্ধের দাবি তোলে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । কিন্তু তার আগেই দোকানের সমস্ত জিনিসপত্র রাস্তায় ফেলে দেয় এলাকাবাসীরা । অভিযোগ, শিলিগুড়ির কোনও বিরিয়ানির দোকানই খাবার খাওয়ার উপযুক্ত নয় । শিলিগুড়ি পুরনিগম এবং জেলা প্রশাসনের খাদ্য বিভাগ নজরদারি ঠিকভাবে চালাচ্ছে না ।
ওই কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করছে প্রধাননগর থানার পুলিশ । জানা গিয়েছে, খাবারের নমুনা সংগ্রহ করে পাঠানো হবে ফুড সেফটি ডিপার্টমেন্টে । আপাতত ওই দোকান সিল করে দিয়েছে পুলিশ । এই বিষয়ে ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।”
প্রসঙ্গত, এক মাস আগে শিলিগুড়ি পুরনিগমের 33 নম্বর ওয়ার্ডের লেকটাউনে ওই সংস্থারই এক বিরিয়ানির দোকানে মাংসে পোকা মেলে । ওই ঘটনায় দোকান মালিক-সহ তিনজনকে গ্রেফতার করেছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । সিল করে দেওয়া হয়েছিল দোকান । জেলা ফুড ইন্সপেক্টরের নেতৃত্বে হয়েছিল তদন্ত । রিপোর্ট আসার পর ওই দোকান বন্ধ করে দেয় শিলিগুড়ি পুরনিগম এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । এক মাস যেতে না যেতেই ফের শিলিগুড়ির চম্পাসারি এলাকার একটি বিরিয়ানির দোকানের মাংসে মিলল পোকা ৷
আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন