বিস্ফোরণে কেঁপে উঠল করাচি, আরও একাধিক শহরে ড্রোন হামলার দাবি পাক সেনার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- পরপর বিস্ফোরণ পাকিস্তানে (Pakistan Blast)। লাহোরের (Lahore) পর এবার বিস্ফোরণে কেঁপে উঠল করাচি (Karachi)। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, সে দেশের ৯টি শহরে ১২টি হেরন ড্রোন হামলা হয়েছে। পাকিস্তানের ডিডি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ জানিয়েছেন, লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, চকওয়াল, আট্টক, বাহাওয়ালপুর, মিঞাওয়ালি, ছোড় ও করাচিতে ড্রোন হামলা হয়েছে। কয়েকটি ড্রোন হামলা ব্যর্থ হলেও ৯টি বিস্ফোরণ হয়েছে।

আরও পড়ুন:- থ্যালাসেমিয়া কেন হয় ? থ্যালাসেমিয়া রুখতে কী করবেন ? বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে গুরুত্বপূর্ণ কিছু কথা

পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানে নামে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালানো হয়। সামরিক অভিযান চালিয়ে ৯টি জঙ্গিঘাঁটি নিকেশ করেছে ভারত। মৃত্যু হয়েছে প্রায় শতাধিক জঙ্গির। গুঁড়িয়ে গিয়েছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গিঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র। এই অপারেশনের পরদিন বৃহস্পতিবার সকালে লাহোর কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণে। তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের বিস্ফোরণ হয় বন্দর শহর করাচির শরাফি গোঠের কাছে। এদিন সকালে লাহোরের ওয়ালটন এলাকার সামরিক ঘাঁটির কাছে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। তারপরই নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়। দেশের তিনটি বিমানবন্দর বন্ধ করে দেয় প্রশাসন।

আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন

পাকিস্তানের মধ্যে সবথেকে বড় শহর হল করাচি। শুধু তাই নয়, দেশের অন্যতম বাণিজ্যিক-ব্যবসায়িক রাজধানী বলে গুরুত্ব পেয়ে থাকে। বিস্ফোরণের ব্যাপকতা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ, উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলেছে। এই ঘটনায় আহমেদ শরিফ ভারতের বিরুদ্ধে অভিযোগ তুললেও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান এখন মিথ্যা তথ্য প্রচারের চেষ্টা চালাচ্ছে। কারণ পাকিস্তান যে হেরন ড্রোন হামলার কথা বলছে, তা আসলে নজরদারির কাজে প্রয়োগ করা হয়ে থাকে।

আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক রেজাল্ট রিভিউ ও স্ক্রুটিনি কীভাবে করবেন ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন