Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘিবলি ছবির বন্যা বয়ে গেছে। ChatGPT-এর সাহায্যে এই ধরনের ছবি তৈরি করছিলেন অনেকে।
খালি ঘিবলি নয় নিজের অন্য রূপের ছবিও তৈরি করতে পারবেন। নিজের বৃদ্ধ বয়সের ছবিও পেয়ে যাবেন।
ChatGPT ব্যবহার করে আপনি আপনার যে কোনও বয়সী ছবি তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে ChatGPT খুলতে হবে।
ফোনে গুগল প্লে স্টোর থেকে ChatGPT app ডাউনলোড করুন।
নিজের ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করতে ডকুমেন্টস আইকনে ক্লিক করতে হবে।
ছবি আপলোড করার পর আপনাকে একটি প্রম্পট দিতে হবে। যে বয়সের ছবি চান, তা লিখে দিতে হবে।
What could I look in my 60s? Use my uploaded image লিখে দিন।
ChatGPT আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কোন ধরণের ছবি চান – রিয়েলিস্টিক, ঘিবলি নাকি কার্টুন। রিয়েলিস্টিক অপশন বেছে নিন।
রিয়েলিস্টিক বিকল্পটি বেছে নিতে হবে। আপনার ছবি তৈরি হয়ে যাবে।ছবি তৈরি করার সময় মনে রাখবেন যে কখনও কখনও ChatGPT ঠিকঠাক ছবি তৈরি করতে পারে না। তাই ক্লোজ-আপ ছোট ছবি ব্যবহার করুন।
আরও পড়ুন:- ১ লক্ষ ফুট উচ্চতায় বেলুন ওড়াল নাসা, কারণটা খুব গুরুত্বপূর্ণ, জেনে নিন
আরও পড়ুন:- শিশুদের হেলথ ড্রিঙ্কস খাওয়ানো কি ভাল? জানুন কী বলছেন ডাক্তাররা