বৃষ্টি পড়লে কই মাছ ডাঙায় উঠে আসে কেন? জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্ষার বৃষ্টিতে গ্রামের পথে দেখা যায় ডাঙায় হাঁটা কৈ মাছ! কৌতূহল আছে অনেকের, কিন্তু এর পেছনে রয়েছে বিশুদ্ধ বৈজ্ঞানিক কারণ, 

কৈ মাছের “ল্যাবিরিন্থ অর্গান” নামক একটি অঙ্গ থাকে, যা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণে সহায়তা করে। এদেরকে “Climbing Perch” বলেও ডাকা হয়।

বৃষ্টির সময় জলে অক্সিজেনের মাত্রা কমে গেলে কৈ মাছ ডাঙায় উঠে আসে বেঁচে থাকার জন্য।

বৃষ্টির কারণে সৃষ্ট নতুন জলাশয়ে যাওয়ার উদ্দেশ্যে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করে কৈ মাছ।

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন