‘বেকসুর খালাস করে দিন’, হাইকোর্টের দ্বারস্থ আরজি কর ধর্ষণ-খুনে সাজাপ্রাপ্ত সঞ্জয়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আরজি কর কাণ্ডে (RG Kar Case) নিজেকে নির্দোষ বলে দাবি! বেকসুর খালাস চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ এই ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সামনেই ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানি রয়েছে বলে খবর।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা ! বাড়ছে টাকা, কবে একাউন্টে ঢুকবে ? দেখুন

২০২৪ সালের ৯ অগাস্ট। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা গত বছর সাড়া ফেলে দিয়েছিল সর্বত্র। আন্দোলন শুধু দেশের মাটিতেই নয়, ছড়িয়ে পড়েছিল বিশ্বে। ন্যায়বিচারের দাবিতে পথে নামেন জুনিয়ার ডাক্তার সহ সাধারণ মানুষ। সবার একটাই দাবি ছিল, তরুণী চিকিৎসকের এই পরিণতির জন্য যে বা যারা দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি হোক। তবে এই প্রশ্নও বারবার উঠছিল এই ঘটনায় শুধু একজন থাকতে পারে? এই ঘটনাকে কেন্দ্র করে মেডিকেলে ‘থ্রেট কালচার’-এর অভিযোগ সামনে আসে।

আরজি করের বিচার চেয়ে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামেন জুনিয়ার ডাক্তাররা (Junior Doctors)। এই ঘটনায় সঞ্জয়কে শিয়ালদহ কোর্ট গত জানুয়ারি মাসে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে ওই বরখাস্ত সিভিক ভলান্টিয়ারের আইনজীবী। আইনজীবীর বক্তব্য ছিল, ‘যে দোষী প্রমাণিত হচ্ছে, তার অধিকার থাকে উচ্চ আদালতে আবেদন করার। এই আবেদনের পরিকল্পনা করার জন্য সময় নেব।’ এতদিন জেলে থাকার পর হাইকোর্টে বেকসুর খালাসের আবেদন জানাল সঞ্জয়। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন