বেকারদের প্রশিক্ষণ দিয়ে চাকরি দেবে কলকাতা পুরনিগম, জেনে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যে বেকার সমস্যা ক্রমশ মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে ৷ বিশেষত, সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি’র প্যানেল বাতিলের পর, তা আরও মাথাচাড়া দিয়ে উঠেছে ৷ এবার সেই সমস্যা কাটাতে উদ্যোগী কলকাতা পুরনিগম ৷ রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পে বেকারদের প্রশিক্ষণ শুরু হচ্ছে কলকাতা পুরনিগমের সব ওয়ার্ডে ৷ আর তার সূচনা হবে মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড থেকে ৷

18 বছরের তরুণ থেকে 44 বছরের ব্যক্তি পর্যন্ত উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রশিক্ষণ নিতে পারবেন ৷ তিন মাসের প্রশিক্ষণ শেষে মিলবে শংসাপত্র এবং চাকরির নিয়োগপত্র ৷ আর তার সঙ্গে এই 90 দিনের প্রশিক্ষণে দিন প্রতি 50 টাকা করে 4500 টাকা করে পাবেন প্রত্যেকে ৷ দর্জির কাজ, বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী মেরামতি, স্বাস্থ্য পরিষেবা, কম্পিউটার, বুটিক, বিউটিশিয়ান-সহ আর নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে ৷

মেয়রের 82 নম্বর ওয়ার্ড থেকে এর সূচনা হচ্ছে ৷ কলকাতার বাকি ওয়ার্ডের কাউন্সিলরদেরও বলা হয়েছে, নিজেদের এলাকায় প্রশিক্ষণের জন্য জায়গা নির্ধারণ করতে ৷ পাশাপাশি, ওয়ার্ডের বেকার ছেলে-মেয়েদের এই প্রশিক্ষণ সম্পর্কে অবগত করতে প্রচার চালাতে বলা হয়েছে ৷

 

এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগের মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের কারিগরি দফতরের তরফে উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করার জন্য মেয়র ফিরহাদ হাকিমকে বলা হয়েছিল ৷ তিনি আমাকে জানিয়েছেন ৷ সেই মতো কাজ শুরু করেছি ৷ প্রতিটি কাউন্সিলরকে আমরা বলেছি, তাঁদের ওয়ার্ডে একটি করে ছোট্ট জায়গা দিতে ৷ যেখানে এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হবে ৷ বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন অথবা নামী-বেনামী কোম্পানি সঙ্গে যৌথভাবে আমরা এই প্রশিক্ষণ দেব ৷ শুধু প্রশিক্ষণ নয়, তার সঙ্গে তাঁরা পাবেন তিন মাসের প্রশিক্ষণের সময়ে প্রতিদিনের হিসেবে 50 টাকা ৷ পাবেন প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার সার্টিফিকেট ও নিয়োগপত্র ৷”

কলকাতা পুরনিগম এলাকায় উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করার কারণ সম্পর্কে মেয়র পারিষদ বলেন, “বিভিন্ন জেলায় প্রশিক্ষণ কেন্দ্রগুলি দূরে হওয়ায় যাতায়াতের একটা খরচ থাকে ৷ তবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ওয়ার্ডে এই প্রশিক্ষণ কেন্দ্র করতে পারলে ওয়ার্ডের বেকার ছেলেমেয়েরা হাঁটা পথেই গিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন ৷ তাতে তাঁদের যাতায়াতের অতিরিক্ত খরচ বাঁচবে ৷ এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বেকারত্বে অনেকটাই লাগাম পরানো সম্ভব হবে ৷ ছেলেমেয়েগুলি অন্য জায়গায় মাসিক বেতন বা প্রতিদিনের মজুরি হিসেবে কাজ করার সুযোগ পাবেন ৷ কেউ চাইলে নিজেও সেই কাজ করতে পারবেন ৷”

উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে বিভিন্ন সংস্থার তরফে নিয়োগপত্র দেওয়া হবে ৷ তার ব্যবস্থা কলকাতা পুরনিগম করবে ৷ নিজেদের পছন্দ অনুযায়ী, চাকরিপ্রার্থীরা সেই নিয়োগের প্রস্তাব গ্রহণ করতে পারবেন এবং সেই মতো ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে ৷

আরও পড়ুন:- সিমেন্টের দাম বাড়বে, কবে থেকে কত বাড়বে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন