বেতন ও পেনশন নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে নবান্ন। এবার থেকে আর প্রিন্টেড কপি জমা দেওয়ার ঝামেলা নেই। পুরো প্রক্রিয়া হবে ডিজিটাল। এই পদক্ষেপ রাজ্য সরকারের আধুনিক প্রশাসনিক ব্যবস্থার দিকে এক বড় পদক্ষেপ, যা সরাসরি প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের দৈনন্দিন কাজের উপর।

আরও পড়ুন : ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার ! আপনিও কীভাবে পাবেন দেখুন

কি বলছে সরকার?

২০২৫ সালের মে মাস থেকেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন (Salary) এবং পেনশন (Pension) সংক্রান্ত বিল আর কাগজে জমা দিতে হবে না। অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে এই সমস্ত বিল পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে জমা দিতে হবে AGWB বা Accountant General West Bengal-এর কাছে।

আগে TR-18 ফর্মে প্রিন্টেড কপি জমা দিতে হত, যা সময়সাপেক্ষ ছিল। এখন সেই প্রক্রিয়া বন্ধ হচ্ছে। অর্থাৎ, সরকারি অফিস, ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলোর বেতন ও পেনশন বিল ডিজিটাল মাধ্যমেই পাঠানো হবে।

ডিজিটাল পদ্ধতির সুবিধাগুলো কী?

এই পদক্ষেপের ফলে সরকারি কর্মচারীরা যেমন উপকৃত হবেন, তেমনি সরকারেরও প্রচুর সময় ও খরচ বাঁচবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন