বৈষম্য, সুরক্ষা থেকে লিঙ্গ সাম্য, নাগরিক আচরণে দেশ কোথায়? বাংলার অবস্থান কী?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিশ্বের অন্যতম দ্রুতগামী অর্থনীতির দেশ ভারত। কিন্তু নাগরিক আচরণ, নিরাপত্তা, লিঙ্গ সাম্য এবং বৈচিত্র্যের মতো সামাজিক সূচকগুলিতে ঠিক কোন জায়গায় অবস্থান করছে- এগুলি কি উন্নয়নের গুরুত্বপূর্ণ মানদণ্ড নয়? সেই মানদণ্ডে দেশের হাল-হকিকত  জানতে ‘গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার (GDB)’ নামে সমীক্ষা চালিয়েছিল ইন্ডিয়া টুডে। এই ধরনের সামাজিক সূচক নিয়ে এমন সমীক্ষা এই প্রথম।  সমীক্ষা বলছে, বিভিন্ন সামাজিক সূচকের মানদণ্ডে দেশের শীর্ষে কেরল, তার পরেই রয়েছে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ।

২১টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে চালানো হয়েছিল সমীক্ষা। সমীক্ষায় একদম তলানিতে অবস্থান করছে উত্তরপ্রদেশ এবং পঞ্জাব।’হাউ ইন্ডিয়া লাইভস’ (How India Lives) নামে বিশ্লেষণী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন রাজ্যে চলেছে সমীক্ষা। তার ভিত্তিতেই তৈরি হয়েছে ক্রমতালিকা।

গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার সমীক্ষা

গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার সমীক্ষা

নাগরিক আচরণ

জনসাধারণের নিয়ম-নীতি মেনে চলছে কিনা, তা বোঝা যায় নাগরিক আচরণের সূচক দেখে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৮৫ শতাংশ পরিবহণ ভাড়ায় ফাঁকি দেওয়ায় সহমত হননি। যদিও সরকারি তথ্য বলছে, ২০২৩-২৪ সালে খালি রেলওয়েতে ৩.৬ কোটি টিকিটবিহীন যাত্রী ধরা পড়েছে। তাতে ২,২৩১.৭৪ কোটি টাকা জরিমানা করা হয়েছিল।

আরও পড়ুন:- রোগা হওয়ার জনপ্রিয় ওষুধ Mounjaro (মৌনজারো) এবার ভারতে, কত দাম-কত ডোজ নিতে হবে? জেনে নিন

সমীক্ষায় আর একটি উল্লেখযোগ্য পরিসংখ্যান হল, ৬১ শতাংশ মতদাতা কোনও কাজ করিয়ে নিতে ঘুষ দিতেও আপত্তি করেননি। এর মধ্যে তালিকায় শীর্ষে উত্তরপ্রদেশ। সমীক্ষায় এও দেখা গিয়েছে, সম্পত্তি সংক্রান্ত লেনদেনে কর এড়াতে ৫২ শতাংশ মতদাতা নগদ অর্থ দিতে রাজি।

গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার সমীক্ষা
গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার সমীক্ষা

তবে, কিছু উজ্জ্বল দিকও তুলে ধরেছে  সমীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির সঙ্গে তাল রেখে সমীক্ষায় ৭৬% উত্তরদাতা নগদ অর্থের চেয়ে অনলাইন পেমেন্ট পছন্দ করেছেন। বিতর্কিত নোট বাতিলের পদক্ষেপের পরে এই প্রবণতা আরও বেড়েছে। দিল্লি এই তালিকায় শীর্ষে। সে রাজ্যে ৯৬% মতদাতাই ডিজিটাল লেনদেনে স্বচ্ছন্দ।

সুইডেনের দেখানো ডিজিটাল ব্যবস্থায় খালি কর ফাঁকি কমবে না, বরং দুর্নীতিও আসবে নিয়ন্ত্রণে। একটি স্বচ্ছ আর্থিক ব্যবস্থা তৈরি হবে।

সমাজবিজ্ঞানী দীপঙ্কর গুপ্ত ইন্ডিয়া টুডেকে বলেন,’এই গবেষণা থেকে বোঝা যায় যে, বেশিরভাগ নাগরিকই কোনটা ঠিক সেটা বোঝেন। কিন্তু তা মেনে চলতে পারেন না। এই সমীক্ষা ভারতের নাগরিকদের সামাজিক আচরণ নিয়ে অজ্ঞতার ধারণাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে।

লিঙ্গ-ভাবনা

‘লিঙ্গ-ভাবনা’র সমীক্ষা বুঝিয়ে দেয়, যে কোনও জাতির অগ্রগতি এবং পুরুষতন্ত্রের মধ্যে কোথায় আটকে আছে! ক্রমতালিকায় দেখা গিয়েছে যে লিঙ্গ সাম্য পরীক্ষায় কেরল শীর্ষে। একদম তলানিতে উত্তরপ্রদেশ।

প্রায় ৯৩ শতাংশ মতদাতাই বলেছেন, মেয়েরাও ছেলেদের মতো একই শিক্ষার সুযোগ পাওয়ার যোগ্য। নিজ রাজ্যের বাইরে নারীদের কর্মসংস্থানের পক্ষে মত দিয়েছেন ৮৪ শতাংশ মানুষ।

তবে সমীক্ষায় দেখা গিয়েছে যে ৬৯% মতদাতা এখনও পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরুষ সদস্যদেরই অগ্রাধিকার দেওয়ার পক্ষে। ভারত যেখানে পিছিয়ে আছে তা হল নারী শ্রমশক্তির অংশগ্রহণ ৪১%। যা চিন (৬০ শতাংশ) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (৫৮ শতাংশ) তুলনায় অনেক কম।

গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার সমীক্ষা
গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার সমীক্ষা

জন-নিরাপত্তা

সাধারণ মানুষের সুরক্ষা আর একটি বিষয় যা রাজ্যের অগ্রগতিকে প্রতিফলিত করে। সমীক্ষা অনুযায়ী, কেরল আবারও তালিকার শীর্ষে। তারপরে হিমাচল প্রদেশ এবং ওড়িশা।

সমীক্ষায় দেখা গিয়েছে, তামিলনাড়ু ‘সবচেয়ে ভালো আচরণকারী’ রাজ্য। কর্নাটক সবচেয়ে খারাপ। কর্ণাটকের ৭৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, হয়রানি সেখানে আকছার ঘটে।

সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৮৬ শতাংশ বলেছেন, তাঁরা গণপরিবহনে নিরাপদ বোধ করেন। প্রায় ৪৪ শতাংশ নারীই হয়রানির মুখে পড়ার কথা জানিয়েছেন।

গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার সমীক্ষা
গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার সমীক্ষা

আর একটি উল্লেখযোগ্য পরিসংখ্যান যা ব্যবস্থার প্রতি আস্থার অভাবের দিকে ইঙ্গিত দিয়েছে। তা হল- ৮৪% মতদাতাই দাবি করেছেন, হিংসার মতো অপরাধের অভিযোগ দায়ের করার পক্ষে তাঁরা।  তবে দিল্লির মতো শহরে এফআইআর দায়েরের হার অত্যন্ত কম। উদাহরণ- নিজের জিনিস চুরি যাওয়ার পর মাত্র ৭.২% ব্যক্তি অভিযোগ দায়ের করেন।

বৈচিত্র্য এবং বৈষম্য

ধর্মীয় ও বর্ণগত বৈচিত্র্য নিয়ে গর্ব করে ভারত। তবে রাজ্যগুলিতে পক্ষপাতিত্ব রয়ে গিয়েছে। এই সূচকেও কেরল শীর্ষে। মধ্যপ্রদেশ রয়েছে তালিকার নীচে।
সমীক্ষায় দেখা গিয়েছে, ৭০% উত্তরদাতা নিজেদের এলাকায় ধর্মীয় বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। কর্মক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় পক্ষপাতিত্বের বিরোধিতা করেছেন ৬০% মতদাতা। এখানেও কেরল এগিয়ে। সে রাজ্যে ধর্মের ভিত্তিতে কর্মী নিয়োগের বিরোধিতা করেছে ৮৮%।

তবে সমীক্ষায় আকর্ষণীয় দিক হল, ভিনধর্ম এবং অসবর্ণ বিবাহের বিরুদ্ধে প্রবল মত। যা ভারতের গভীর সামাজিক বিভাজনকে তুলে ধরে। ৬১% উত্তরদাতা ভিন ধর্মে বিবাহের বিরোধিতা করেছেন। ৫৬% উত্তরদাতা অসবর্ণ বিবাহের বিরুদ্ধে।

গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার সমীক্ষা
গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার সমীক্ষা

এই সমীক্ষায় তুলে ধরা হয়েছে যে উন্নয়নের পথ কেবল জিডিপির পরিসংখ্যান এবং পরিকাঠামো প্রকল্পের উন্নতির মাধ্যমেই নয়,বরং বৈচিত্র্য এবং লিঙ্গ সাম্যের মতো সামাজিক সূচকগুলিতে আমূল বদলও রয়েছে।

পদ্ধতি

গ্রস ডোমেস্টিক বিহেভিয়ার সমীক্ষাটি চালিয়েছে হাউ ইন্ডিয়া লাইভস (HIL) এবং কেডেন্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইন্ডিয়া টুডে গ্রুপ। সমীক্ষায় ২১টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৮টি জেলার ৯,১৮৮ জন মানুষের মত নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৪.৪ শতাংশ মানুষ শহরাঞ্চলের এবং ৪৫.৬ শতাংশ গ্রামীণ এলাকার বাসিন্দা।

সমীক্ষায় চারটি বিষয়ের উপর ভিত্তি করে মোট ৩০টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল: নাগরিক আচরণ (সামাজিক কাজে অংশগ্রহণ, জনসাধারণের নিয়ম মেনে চলা)– ১২টি প্রশ্ন; জননিরাপত্তা (আইন প্রণয়ণকারী সংস্থার উপর আস্থা, ব্যক্তিগত নিরাপত্তা) – ৬টি প্রশ্ন; লিঙ্গ ভাবনা (লিঙ্গের ভূমিকা এবং সাম্য সম্পর্কে দৃষ্টিভঙ্গি) – ৭টি প্রশ্ন; এবং বৈচিত্র্য এবং বৈষম্য (বর্ণ, ধর্ম, বা জাতপাতের ভিত্তিতে পক্ষপাত)- ৫টি প্রশ্ন।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের তালিকা। জানুন আবেদন করলে কে কী সুবিধা পাবেন?

আরও পড়ুন:- প্রচন্ড মাথা ব্যথায় ভোগেন? কি খেলে মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন, জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন