বোনের পরিবর্তে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল দিদি, তার পর…

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বোনের বদলে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল দিদি। তাতে শেষরক্ষা হলো না। হাতেনাতে ধরা পড়ল দিদি। সোমবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। যে কোনও ধরনের অশান্তি ঠেকাতে প্রথম থেকেই কড়া পদক্ষেপ করেছিল পর্ষদ। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর প্রথম দিন ভালোভাবেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, পর্যবেক্ষণ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের।

এ দিন উত্তর ২৪ পরগনার মাইকেলনগর শিক্ষা নিকেতনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর রাজ্যে ভালোভাবেই পরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোনও বড় সমস্যা হয়নি।

আরও পড়ুন:- রায়দান স্থগিত ! ২৬ হাজার চাকরি বাতিল মামলায় কী পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট ?

তবে এ দিন বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। এর মধ্যে আলিপুরদুয়ারে ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি মোবাইল উদ্ধার যেমন রয়েছে, তেমনই একটি পরীক্ষাকেন্দ্রে বোনের জায়গায় মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ে যায় দিদি। তবে এই ঘটনা কোথায় ঘটেছে, তা স্পষ্ট করেননি পর্ষদ সভাপতি।

সূত্রের খবর, চলতি বছর যদি কোনও পরীক্ষার্থী কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে বা কেউ যদি অসুস্থ থাকে, তার জন্য আলাদা করে সিক রুমের ব্যবস্থা করা হয়েছে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে। এ বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর ৬২,১১৭ জন বেড়েছে। সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়, ৯৩ হাজার ৬৮ জন। তার পরে রয়েছে উত্তর ২৪ পরগনা, ৮৮ হাজার ৯৫০ জন এবং তার পরে মুর্শিদাবাদ ৮৪ হাজার ২২৮ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী বেড়েছে মুর্শিদাবাদে।

আরও পড়ুন:- গাছটির ‘অবদান’ কী, জানাবে পরিবেশবান্ধব কলেজ, কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:-ট্রাম্পের ২৫% ট্যারিফের গুঁতোয় তলানিতে ঠেকল টাকার দাম, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন