Bangla News Dunia, দীনেশ : একহাতে ধারালো অস্ত্র, অন্য হাতে বৌদির কাটা মুণ্ডু। এভাবেই এলাকার রাস্তায় ঘুরে বেড়াল দেওর। শনিবার হাড়হিম করা ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তীর (Basanti) ভরতগড় এলাকায়। যুবককে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ।
আরো পড়ুন : আধার কার্ডের পর চালু হচ্ছে Digital ID Card. কী কী সুবিধা মিলবে? কিভাবে আবেদন ? জেনে নিন
এদিন ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে যায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, জেরায় যুবক পুলিশকে জানিয়েছে, কাটা মুণ্ডুটি তাঁর বৌদির। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে এলাকায় তাঁরা ওই যুবককে কাটা মুণ্ডু হাতে ওভাবে দেখে চমকে ওঠেন। নির্লিপ্তভাবে হেঁটে যেতে দেখা যায় তাকে রাস্তা দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, একেবারে ভাবলেশহীনভাবে হেঁটে যাচ্ছে ওই যুবক।
আরও পড়ুন : বিমানঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ছুড়েছিল ভারত, মানলেন শরিফ
মনে করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে খুন করে মহিলার ধড় থেকে মুণ্ডু আলাদা করে ফেলে ওই যুবক। তারপর সেই রক্তাক্ত মাথা নিয়ে রাস্তায় হেঁটে বেরাতে থাকে সে। এরপর সোজা থানায় চলে যায়। তবে কী কারণে সে এমনটা করল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাটা মাথা এবং ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন:- ফ্রি-এর দিন শেষ! WhatsApp-এ মেসেজ পাঠাতে এবার দিতে হবে টাকা। নতুন নিয়ম জেনে নিন
এর আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও দেখা গিয়েছিল একইরকম ঘটনা। এক ব্যক্তি স্ত্রীকে কুপিয়ে খুন করে, দেহ থেকে মাথা আলাদা করে হাঁটছিল রাস্তায়। এছাড়া নাদিয়ালেও বোনের মুণ্ডু কেটে যুবককে রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল। মনোবিদদের মতে, যতদিন যাচ্ছে মানুষের ধৈর্য কমছে। এসব ঘটনা সেদিকেই ইঙ্গিত করে।