ব্যাকফুটে বড় দল, দেখে নিন নতুন বছরে UCL-এ ম্যাচ ডে সেভেনের সূচি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আন্তর্জাতিক বিরতি এবং ঘরোয়া প্রতিযোগিতাগুলির পর নতুন বছরে ফিরছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ২০২৪ সালে ১২ ডিসেম্বর শেষ ম্যাচ খেলা হয়েছিল এই টুর্নামেন্টে। এর পর দীর্ঘ দেড় মাসের বিরতির পর মঙ্গলবার রাতে ইউরোপের সেরা ক্লাবগুলি নামবে একে অপরের বিরুদ্ধে। সব ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষে আছে লিভারপুল। ৫টি ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।

লিগ টেবলে তিন থেকে আট নম্বরে থাকা দলগুলির পয়েন্ট সমান। প্রতিটি দলই ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্টে আছে। তাই একে অন্যকে টেক্কা দিয়ে পয়েন্ট টেবলে উপরে উঠে আসা লক্ষ্য আর্সেনাল, ইন্তার মিলান, বেয়ার লেভারকুসেনের। ১২ পয়েন্ট নিয়ে প্রথম আটে আসার লড়াইয়ে আছে বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, এসি মিলানের মতো দলগুলি। কঠিন ম্যাচে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে নামবে আতলেতিকো মাদ্রিদ।

তবে ইউরোপের নামী ক্লাবগুলির জন্য অপেক্ষা করছে চ্যালেঞ্জ। পয়েন্ট তালিকায় শেষের দিকে আছে ম্যাঞ্চেস্টার সিটি, পিএসজি, রিয়াল মাদ্রিদের মতো দলগুলি। একটি দলও দুই অঙ্কে পৌঁছতে পারেনি পয়েন্টের বিচারে। ৬ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে তালিকায় ২০ নম্বর স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছে ম্যান সিটি। পিএসজি রয়েছে ২৫ নম্বরে। গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যান সিটি নামবে পিএসজির বিরুদ্ধে।

আরও পড়ুন:– মসনদে ট্রাম্প, এ বার কোন কোন স্টকে ফুলেফেঁপে উঠবে পকেট? জেনে নিন

দেখে নেওয়া যাক এই সপ্তাহে ম্যাচের সূচিঃ

২১ জানুয়ারি

রাত ১১.১৫

মোনাকো বনাম অ্যাস্টন ভিলা

আতালান্তা বনাম এসকে স্টার্ম

রাত ১.৩০ (২২ জানুয়ারি)

আতলেতিকো মাদ্রিদ বনাম বেয়ার লেভারকুসেন

বেনফিকা বনাম বার্সেলোনা

ক্রেভেনা জ়েভেজ়ডা বনাম পিএসভি

লিভারপুল বনাম লিলি

ক্লাব ব্রুগ বনাম জুভেন্তাস

স্লোভান ব্রাতিস্লাভা বনাম স্টুটগার্ট

বোলোগনা বনাম বরুসিয়া ডর্টমুন্ড

২২ জানুয়ারি

রাত ১১.১৫

আরবি লিপজ়িগ বনাম স্পোর্টিং সিপি

শাখতার দানেস্ক বনাম ব্রেস্ত

রাত ১.৩০ (২৩ জানুয়ারি)

স্পার্তা প্রাহা বনাম ইন্তার মিলান

ফেয়েনুর্দ বনাম বায়ার্ন মিউনিখ

আর্সেনাল বনাম ডায়নামো জ়াগ্রেব

এসি মিলান বনাম গিরোনা

পিএসজি বনাম ম্যাঞ্চেস্টার সিটি

রিয়াল মাদ্রিদ বনাম আরবি সলজ়বার্গ

কেল্টিক বনাম ইয়ং বয়েজ়

আরও পড়ুন:– ব্রিটেনই ভেঙে দিয়েছিল ভারতের উৎপাদন শিল্পের কোমর, কত টাকা লুট করেছিল তারা?

আরও পড়ুন:– ভারতীয় রেলে 32,438 শূন্যপদে চাকরি। মাসিক বেতন 18,000/- টাকা। মাধ্যমিক পাশে আবেদন করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন