ভয়াবহ নৃশংসতার নজির ! ডাইনি সন্দেহে একই পরিবারের ৫ জনকে পুড়িয়ে খুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : জানগুরুর নির্দেশে ডাইনি সন্দেহে পুড়িয়ে খুন করা হল একই পরিবারের ৫ জনকে। বিহারের (Bihar) পূর্ণিয়া জেলার মুফস্সিল থানা এলাকার তাতমাটোলা গ্রামের ঘটনা। সোমবার ভোরে গ্রামবাসীরা বাবুলাল ওরাওঁ, সীতা হেমব্রম, মঞ্জিত ওরাওঁ, রনিয়া ওরাওঁ ও তপেতো মুস্মতকে পুড়িয়ে হত্যা করে বলে অভিযোগ। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে নকুল ওরাওঁ নামে একজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে।

বিস্তারিত আসছে…

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন