Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাঙালির প্রিয় ডেস্টিনেশন হিসেবে বছরের পর বছর ধরে জায়গা ধরে রেখেছ দিঘা। কিন্তু এবার কি সেই রীতিতে বদল আসতে চলেছে? বার বার এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। রাজ্যের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীরা এখন হতাশ। কারণ দেখা নেই পর্যটকদের। অন্তত দাবি এমনই। পরিসংখ্যানও সে কথাই বলছে। এই মরশুমে যে ভিড় দিঘায় দেখা যায়, তা এ বার চোখে পড়েনি।
শীতের বিদায়ে তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। এই মরশুমে দিঘায় ভিড় থাকে চোখে পড়ার মতোই। প্রতি বছর এই সময়ে দিঘায় পর্যটকদের ভিড় জমে ওঠে। কিন্তু এই বছর সেই ভিড় একেবারেই নেই৷ নেই হোটেল বুকিংও। অন্তত এমনটাই দাবি করছেন সেখানের হোটেল মালিকরা। ফলে তাঁদের কপালে এখন চিন্তার ভাঁজ।
আরও পড়ুন:- নিজেদের দেশেই ব্যান আর্জেন্তিনা ফুটবল সমর্থকরা! কারণ জানলে অবাক হবেন
দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুশান্ত পাত্র বলেন, ‘মহাকুম্ভ মেলা চলায় দিঘায় পর্যটকদের দেখা নেই। নেই হোটেল বুকিংও। ফলে হোটেল ব্যবসা থেকে শুরু করে অন্যান্য ব্যবসা সবই মার খাচ্ছে।’
অন্যদিকে দিঘার সমুদ্রতটের এক চা বিক্রেতা সুমিত সাউ বলেন, ‘প্রতিদিন ওল্ড দিঘা এলাকায় সকালে ২৫০ থেকে ৩০০ কাপ চা বিক্রি হতো। কিন্ত এখন পর্যটক কম থাকায় সেই সংখ্যা কমে একে বারে দুই সংখ্যায় এসে দাঁড়িয়েছে। কী ভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তায় পড়েছি।’
প্রসঙ্গত, সমুদ্রের অপরূপ সৌন্দর্য্য উপভোগের সঙ্গে তীর্থক্ষেত্রে সময় কাটানোর জন্য রাজ্য সরকার দিঘায় জগন্নাথ ধাম গড়ে তুলছেন। সেই কাজও প্রায় শেষের মুখে। আগামী অক্ষয় তৃতীয়ায় মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ ধামকে ঘিরে সেজে উঠছে দিঘা। তবে বার বার পর্যটক হারানোয় চিন্তা বাড়ছে অনেকেরই।
আরও পড়ুন:- ADHD রোগে কমতে পারে আয়ুও, বলছে গবেষণা, জানুন বিস্তারিত
আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন