ভারতকে কেমন দেখায় মহাকাশ থেকে ? বর্ণনা দিলেন সুনীতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মহাকাশে ২৮৬ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। সকলের কাছে তাঁকে করার মতো এখন হাজারো প্রশ্ন রয়েছে। আর মহাকাশ থেকে ভারতকে (India) দেখতে কেমন লাগে? এর প্রশ্নটি যে সুনীতাকে করা হবে, তা প্রত্যাশিতই ছিল। ঠিক চার দশক আগে এই প্রশ্নটি করা হয়েছিল ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মাকেও। উত্তর তিনি দিয়েছিলেন ‘সারে জাঁহা সে আচ্ছা’ গানটি ব্যবহার করে। আর এত বছর পর সুনীতাও বললেন ‘চমৎকার’।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

পৃথিবীতে ফেরার পর সোমবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুনীতা উইলিয়ামস। সাক্ষাৎকারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) দীর্ঘ ন’মাস কাটানোর অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে দেখতে? আর উত্তরে সুনীতা বলেন, ‘ভারতকে চমৎকার লাগছিল। আমরা যখনই হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, বুচ (উইলমোর, সহ মহাকাশচারী) অবিশ্বাস্য কিছু ছবি তুলেছিলেন, যা সত্যিই অসাধারণ ছিল।’ তিনি আরও বলেছিলেন, ‘উপর থেকে হিমালয়কে দেখে মনে হত, এটি যেন তরঙ্গ হয়ে ভারতে নেমে গিয়েছে। আর মনে হয় যেন অনেক রং গিয়ে মিশেছে সেখানে। পূর্ব দিক থেকে গুজরাট বা মুম্বইয়ের দিকে গেলে উপকূল এলাকায় থাকা মাছধরা নৌকাও দেখতে পেয়েছি, সেটাকে ছোট্ট একটা পাখির মতো দেখতে লাগত। আমার মনে হয় সমগ্র ভারতই আলো ঝলমলে হয়ে থাকে। বড় শহর থেকে ধীরে ধীরে ছোট শহর হচ্ছে, বোঝা যায়। দিন হোক বা রাত, সবসময়ই ভারতকে দেখতে চমৎকার লাগে।’

প্রসঙ্গত, গত বছর জুন মাসে আট দিনের জন্য মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কিন্তু সেখানে পৌঁছে মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় মহাকাশেই পড়েন তাঁরা। অবশেষে সেখানে ২৮৬ দিন কাটিয়ে ১৯ মার্চ ভোরে পৃথিবীতে ফেরেন সুনীতা এবং বুচ। সুনীতার পৃথিবীতে ফেরার পর উদযাপনে মেতে উঠেছিল তাঁর পৈতৃক গ্রাম গুজরাটের ঝুলাসানও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চিঠিতে সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার যে তিনি শীঘ্রই ভারতে আসতে চান, সেকথাও সাক্ষাৎকারে জানিয়েছেন সুনীতা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন