ভারতকে জবাব দেওয়ার অনুমোদন দিল শাহবাজ সরকার, প্রস্তুত পাকসেনা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাব দিয়ে ভারত। আজ মধ্যরাতে পাকভূমিতে প্রত্যাঘাত হানে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। মিডনাইট এয়ার স্ট্রাইকে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৮০। এই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। এই হামলার পরেই ভারতের ওপরেও আঘাত হানার পরকল্পনা নিয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দিল শাহবাজ সরকার।

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাঁদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময়মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা। ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় এদিন তড়িঘড়ি বৈঠক ডাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে সেনাপ্রধানরাও ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির পদস্থ কর্তারা।

বৈঠক শেষে বিবৃতিতে বলা হয়, নিজেদের বিচার–বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের তরফে হামলার তীব্র নিন্দা করেছে শাহবাজ সরকার। ভারতের হামলাকে ‘উসকানিমূলক ও কাপুরুষোচিত’ উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সমুচিত জবাব দেওয়া হবে।

মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ৯টি জঙ্গিঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই এয়ার স্ট্রাইকের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ইসলামাবাদের দাবি, হামলায় অন্তত ২৬ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছেন। জবাবে রাতেই নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লি বলেছে, পাকিস্তানের এ হামলায় ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন