Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় রেলের থেকে ১৪৬ কোটি টাকার কাজের বরাত পেয়েছে এইচবিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। দেশের ৪৮টি স্টেশনে কবচ সিস্টেম বসানোর জন্য বরাত দেওয়া হয়েছে এই সংস্থাকে। পশ্চিম রেলওয়ে ইতিমধ্যেই এই চুক্তির লেটার অফ অ্যাকসেপ্ট্যান্স ইস্যু করেছে। এই কাজের বরাতের বিষয়টি সামনে আসতেই এইচবিএল ইঞ্জিনিয়ারিংয়ের স্টক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে লগ্নিকারীদের মধ্যে। বৃহস্পতিবার দেশের শেয়ার বাজার বন্ধ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শুক্রবার বাজার খোলার পর এই সংস্থার শেয়ার দর বৃদ্ধি প্রবল সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরেও আকর্ষণীয় রিটার্ন দিয়েছে এই মাল্টিব্যাগার স্টক।
পশ্চিম রেলের ৪২৮ কিলোমিটার রেললাইনে কবচ সিস্টেম বসাবে এই সংস্থা। এর মধ্যে পড়বে ৪৮টি স্টেশন। এই প্রকল্প ৭৩০ দিনের মধ্যে শেষ করতে হবে এইচবিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে। এই ধরনের প্রকল্পের কাজ ছাড়াও এই সংস্থা বিভিন্ন রকমের ব্যাটারি তৈরি করে এবং ই-মবিলিটি সলিউশন প্রোভাইড করে।
আরও পড়ুন:- মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন
বুধবার বাজার বন্ধের পর এই সংস্থার প্রতি শেয়ারের দাম হয়েছে ৪৮০ টাকা। যদিও গত সপ্তাহে এই সংস্থার শেয়ার দর কমেছে ৮.৩১ শতাংশ। গত এক বছরেও এই সংস্থার শেয়ার দর ৫.৮৭ শতাংশ কমেছে। তবে গত পাঁচ বছরে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩৬০০ শতাংশ। শুক্রবারও এই সংস্থার স্টকের দাম বাড়তে পারে বলে জানাচ্ছেন বাজার বিশ্লেষকরা।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- বিজ্ঞানের নয়া আবিষ্কার, ক্রিম লাগালেই গায়েব হবে ভুঁড়ি! কীভাবে কাজ করে? জানুন
আরও পড়ুন:- ৬ মিনিট বাথরুম ব্যবহারের জন্য ৮০০ টাকা! দিনেদুপুরে ‘ডাকাতি’