‘ভারতীয় সেনাও মোদির পায়ে মাথা নত করে’, এবার বেফাঁস মন্তব্য মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে (Sofia kureshi) ‘জঙ্গিদের বোন’ বলে কটাক্ষ করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শা। কর্নেল কুরেশির নাম না করেই ইন্দোরের রাইকুন্ডা গ্রামে গত ১২ মে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের বোনেদের সিঁদুর যারা কেড়ে নিয়েছিল, তাদের সায়েস্তা করতে তাদের বোনকেই পাঠিয়েছেন মোদিজি।’ এই মন্তব্যের জেরে দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। খোদ সুপ্রিম কোর্ট মন্ত্রীকে তীব্র ভর্ৎসনা করে ক্ষমা চাইতে বলেন। তবে তাতে আলটপকা মন্তব্যে রাশ টানার লক্ষন দেখা যায়নি বিজেপি নেতা-মন্ত্রীদের মধ্যে। এদিন সেনাবাহিনীকে জড়িয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবরা (Jagadish Debda)।

আরও পড়ুন : সিভিক ভলেন্টিয়ার চাকরি ২০২৫ – কীভাবে আবেদন করবেন ও শেষ তারিখ জানুন

সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের উদ্দেশে রাখা এক বক্তব্যে দেবরা পহেলগাঁও হামলা ও তার পরে অপারেশন সিঁদুরের মাধ্যমে পালটা প্রত্যাঘাতের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা দেখেছি পহেলগাঁওয়ে পর্যটকদের আলাদা করা হয়েছে, তাদের ধর্ম চিহ্নিত করা হয়েছে, মহিলাদের একপাশে সরিয়ে নেওয়া হয়েছে এবং পুরুষদের তাদের পরিবারের সদস্যদের সামনে, তাদের সন্তানদের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। তারপর থেকে, এই দেশের মানুষ যতক্ষণ না আমরা সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে প্রতিশোধ না নিই, ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নেয়নি।  প্রধানমন্ত্রী যে কঠোর ব্যবস্থা নিয়েছেন তার জন্য আজ গোটা দেশ, দেশের সেনাবাহিনী নরেন্দ্র মোদির পায়ে মাথা নত করে। তাঁকে আপনারা অভিবাদন জানান।’ বক্তব্যের সঙ্গে দেবড়া নিজেও হাততালি দেন এবং উপস্থিত জনতাকে দিয়েও হাততালি দেওয়ান।

উপমুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস (Congress)। কংগ্রেসের তরফে উপমুখ্যমন্ত্রীর মন্তব্যকে সেনাবাহিনীর পক্ষে ‘অপমানজনক’ বলে জানানো হয়েছে। এক্স হ্যান্ডলে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করে বলা হয়, ‘আমাদের সেনাবাহিনী দেশের দেশ ও জাতিকে রক্ষা করে, কোনও রাজনৈতিক নেতার অহমিকাকে নয়। সেনাবাহিনী প্রধানমন্ত্রী মোদির পায়ে নত হয় বলার মাধ্যমে বাহিনীর গরিমা, মর্যাদা ও আত্মত্যাগকে ছোট করা হয়েছে।’ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান সুপ্রিয়া শ্রীনাত প্রধানমন্ত্রীর কাছে ওই বিজেপি নেতাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন

আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন