Bangla News Dunia, Pallab : ভারত-পাক যুদ্ধ আবহের মাঝেই আট হাজার এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ ভারত সরকারের। এক্স-এর তরফে জানানো হয়েছে, ভারত সরকারের কাছ থেকে এক্স-কে ৮,০০০-এরও বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
ভারত সরকার এক্সকে (যার আগের নাম টুইটার) ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করতে বলেছে। সরকারের দাবি, এসব অ্যাকাউন্ট থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল।
এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিম এক বিবৃতিতে বলেছে, এক্স ভারত সরকারের কাছ থেকে নির্বাহী আদেশ পেয়েছে, যেখানে ভারতে ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করার জন্য বলা হয়েছে। তারা সরকারের কাছ থেকে অফিসিয়াল নির্দেশ পেয়েছে। যদি তারা এই নির্দেশ না মানে, তাহলে ভারতে এক্স-এর কর্মীদের জেল বা জরিমানা হতে পারে। এই নির্দেশে অনেক পরিচিত মানুষ ও সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।
এক্স বলেছে, “বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক কী কারণে অ্যাকাউন্টগুলো বন্ধ করতে বলা হয়েছে, তা জানানো হয়নি।”
এক্স জানায়, “আমরা সরকারের সাথে একমত নই। কোনো পোস্ট না দেখে পুরো অ্যাকাউন্ট বন্ধ করা মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যায়।”
আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন