ভারতের মতো গরম দেশে RUM কি স্বাস্থ্যকর? কি বলছেন ডাক্তার জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মদ্যপান নিয়ে রয়েছে নানা মত। অনেকেই আসল সত্যিটা জানেন না।

সুরাপ্রেমীদের অনেকেই পরামর্শ দেন, গরমকালে রাম খাওয়া যায় না। সত্যিই কি তাই?রাম শুধু শীতকালেই খাওয়া দরকার। এতে শরীর গরম থাকে। তাহলে গরমকালে কি ক্ষতিকর?

বিশেষজ্ঞরা , শীতকালে রাম খেলে বিশেষ আরাম পাওয়া যায়। গরমকালেও এটা খেলে কোনও ক্ষতি নেই। তাহলে কেন না খেতে বলা হয়? জানুন ব্যাখ্যা

বিশেষজ্ঞরা বলছেন, রাম তৈরি হয় গুড় দিয়ে। আখের রস থেকে চিনি তৈরি করার সময় গাঁজন করার পর রাম প্রস্তুত হয়। 

রাম প্রধানত দুই প্রকার- হোয়াইট রাম এবং ডার্ক রাম। হোয়াইট রামে গুড় আলাদাভাবে মেশানো হয় না। অনেক ককটেল তৈরিতে কাজে লাগে।

ডার্ক রামে অতিরিক্ত ক্যালোরি  শীতকালে উষ্ণতা দেয়। ডাক্তাররা বলছেন, এর মানে গরমকালে রাম খাওয়া যাবে না।

বাদাম, পেঁয়াজ, রসুন ইত্যাদি গরম। শসা, তরমুজ ঠান্ডা। সুরাকেও সেই শ্রেণিতে ফেলা হয়।

আরও পড়ুন:- কিডনি বিকল হচ্ছে, এই লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যান

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন