ভারতের রাফাল যুদ্ধবিমানের ভয়ে কাঁপছে পাকিস্তান, কেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের বায়ুসেনার কাছে অনেক ধরনের যুদ্ধবিমান রয়েছে। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হল রাফাল। আর এই বিমানকেই ভয় পাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।

কিন্তু, কেন রাফাল যুদ্ধবিমানকে ভয় পাচ্ছে পাকিস্তান? জানতে হলে এর শক্তি সম্পর্কে জানতে হবে। 

ফ্রান্সের থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছে ভারত। ২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের দাসাউ অ্যাভিয়েশন থেকে ৫৯ হাজার কোটি টাকা দিয়ে ৩৬টি রাফাল জেট কেনার চুক্তি করেছিল ভারত।

রাফাল একটি ৪.৫ জেনারেশনের টুইন ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট, যা এয়ার-টু-এয়ার মিসাইল, হ্যামার এয়ার-টু-সার্ফেস স্মার্ট অস্ত্র সিস্টেম, স্কাল্প ক্রুজ মিসাইল সহ বিভিন্ন নতুন অস্ত্র সিস্টেমে সজ্জিত।

বিমানটি দশ টন মাল বহন করতে সক্ষম। মাটি থেকে সমুদ্র বা আকাশের কোনও লক্ষ্যবস্তুকে আঘাত হানার ক্ষেত্রে এই বিমানের জুড়ি মেলা ভার।

আরও পড়ুন:- মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন

এই জেটগুলি সহজেই তাদের লক্ষ্যবস্তু শনাক্ত করতে, ট্র্যাক করতে এবং আক্রমণ করতে সক্ষম। এ জন্য তাদের আধুনিক সেন্সর ও রাডারও রয়েছে।

এই জেটগুলি উচ্চ পেলোডও বহন করতে পারে। আকাশে উড়তে উড়তেই জ্বালানি ভরে নিতেও দক্ষ রাফাল।এটি ৩৬ হাজার ফুট থেকে ৫০ হাজার ফুট পর্যন্ত উড়তে সক্ষম। শুধু তাই নয়, ১ মিনিটে ৫০ হাজার ফুট উপরে উঠে যায়। এটি ৩৭০০ কিমি পরিসীমা কভার করতে পারে।

এর গতি ২২২২ কিমি প্রতি ঘণ্টা। এটি ১৩১২ ফুটের খুব ছোট রানওয়ে থেকে টেক অফ করতে সক্ষম।

রাফালের ১৫,৫৯০ গ্যালন জ্বালানি বহন করার ক্ষমতা রয়েছে। একবারে ২০০০ নটিক্যাল মাইল পর্যন্ত উড়তে পারে।

চিনের সঙ্গে দ্বন্দ্বের সময় ভারতীয় বিমান বাহিনীতে রাফাল অন্তর্ভুক্ত করা হয়েছিল। দেশে আসার এক সপ্তাহের মধ্যেই রাফাল বিমান লাদাখে মোতায়েন করা হয়।

যুদ্ধে রাফাল বিমানকে গেম চেঞ্জার বলে মনে করছে বায়ুসেনা। ইতিমধ্যেই এই বিমানকে লাদাখের প্রতিকূল আবহাওয়ায় মহড়া দেওয়া হয়েছে।

আরও পড়ুন:- বিজ্ঞানের নয়া আবিষ্কার, ক্রিম লাগালেই গায়েব হবে ভুঁড়ি! কীভাবে কাজ করে? জানুন

আরও পড়ুন:- ৬ মিনিট বাথরুম ব্যবহারের জন্য ৮০০ টাকা! দিনেদুপুরে ‘ডাকাতি’

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন