Bangla News Dunia, Pallab : চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান (Pakistan)। নিজের দেশের সাংবাদিকদের সে কথা জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। দ্বিপাক্ষিক আলোচনার জন্য নিরপেক্ষ একটি দেশের নামও প্রস্তাব করেছেন তিনি।
আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’এর প্রতিবেদন অনুযায়ী, শাহবাজ যে চারটি বিষয়ে কথা বলতে চেয়েছেন সেগুলি হল ‘কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ’। ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনা কোথায় হবে এবিষয়ে শাহবাজ বলেন, ‘চিনে আলোচনায় রাজি হবে না ভারত। ইংল্যান্ডে হতে পারে। তবে উভয়পক্ষের সবচেয়ে পছন্দের স্থান হতে পারে সৌদি আরব।’ সে ক্ষেত্রে দুই দেশই বোঝাপড়ায় আসতে সম্মত হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। ‘অপারেশন সিঁদুর’এর সাফল্যের পর ১২ মে জাতির উদ্দেশে ভাষণে জলচুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেন, ‘জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না’। শাহবাজ যে চারটি বিষয়ের উল্লেখ করেছেন, সেখানে জল বলতে সিন্ধু জলচুক্তিকেই তিনি ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি তাঁর দেশের সেনাপ্রধান আসিম মুনিরের পদোন্নতি নিয়েও কথা বলেন পাক প্রধানমন্ত্রী। তিনি জানান, মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন দাদা অর্থাৎ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আলোচনার পরই।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !