Bangla News Dunia, Pallab : পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে। এমতাবস্থায় পাকিস্তান সাইবার ফোর্স নামে একটি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, ভারতের সামরিক তথ্য চুরির চেষ্টা করছে পাকিস্তানি’ হ্যাকারেরা (Cyber-attack-on-indian)! ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং মনোহর পর্রিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ় অ্যান্ড অ্যানালিসিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা চুরি করেছে।
আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন
জানা গেছে, ভারতের (India) প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সরকারি মালিকানাধীন সংস্থা আরমার্ড ভেহিকল নিগম লিমিটেড-এর ওয়েবসাইটটি বিকৃত করে হ্যাক করার চেষ্টা করা হয়েছে। এমনকি পাকিস্তানি সাইবার ফোর্স নামের ওই সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করা হয়েছে বিকৃত ওয়েবসাইটটির ছবি। এসব নজরে আসতেই আরমার্ড ভেহিকল নিগম লিমিটেডের সরকারি ওয়েবসাইটটি আপাতত অফলাইন করে দেওয়া হয়েছে। সঙ্গে দেখা হচ্ছে ওয়েবসাইটটি বিকৃত করার চেষ্টার সময় সেটিতে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইটকে বিকৃত করার চেষ্টা হয়েছে বলেই দাবি করা হয়েছে।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার (Pahalgam terror attack) পর ভারত (India) এবং পাকিস্তানের মধ্যে বৃদ্ধি পেয়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ভারতের বিভিন্ন সামরিক ওয়েবসাইট হ্যাক করার চেষ্টাতে বার বার নাম জড়িয়েছে পাকিস্তানি হ্যাকারদের। যদিও সবটা শক্ত হাতে দমন করছে ভারত। এক্ষেত্রেও কড়া মনোভাব দেখাচ্ছে ভারত।