Bangla News Dunia, দীনেশ :- পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত-পাক সীমান্তে। ২৫ জন হিন্দু পর্যটককে ধর্ম নিশ্চিত করে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছে পাকমদতপুষ্ট জঙ্গিরা। এই পরিস্থিতিতে আগেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত সরকার। মঙ্গলবার এক বেসরকারি চ্যানেল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নাম না করে সিন্ধু চুক্তি নিয়ে জোরালো ভাষায় হুঙ্কার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:- মকড্রিল মানে কী? ঠিক কী করতে হবে সাইরেন বাজলেই? জানুন
এদিন বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘দেশে একটি বড় কাজ হয়েছে, এই কাজ নদীর সঙ্গে সম্পর্কিত। আগে ভারতের হকের জল বাইরে যাচ্ছিল, আর এখন ভারতের জল ভারতের জন্য বইবে। ভারতের হিতের জন্য থামবে, আর ভারতেরই কাজে লাগবে।’
আরও পড়ুন:- পাক সেনার ওপর বড় হামলা, অফিসার সহ নিহত ৬ । জানুন বিস্তারিত
এদিন মোদি আরও বলেন, ‘আমাদের সরকার রাজ্য সরকারের সঙ্গে মিলে, নদী গুলিকে সংযুক্ত করার একটি মহা অভিযান শুরু করেছে। এই প্রকল্প থেকে লাখ লাখ চাষি লাভবান হবে।’
প্রসঙ্গত, সদ্য সিন্ধু চুক্তি স্থগিত করে দিয়ে পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছে ভারত। সদ্য চন্দ্রভাগা ঘিরেও ভারতের পদক্ষেপে বিপাকে পড়েছে পাকিস্তান।
আরও পড়ুন:- সংস্কারের জন্য 15 মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথ কি হবে ? জেনে নিন