Bangla News Dunia, দীনেশ :- ভারতের ১৫ শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন-মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের (India Foils Pakistan Escalation Bid)! রুখে দিল ভারত (India)। টার্গেট করা হয়েছিল শ্রীনগর, পাঠানকোট, চণ্ডীগড়, ভাটিন্ডা, আদমপুর, লুধিয়ায়ানা, অবন্তীপোরা, জম্মু, জলন্ধর, অমৃতসর, কপুরতলা, নাল, ফলোরি, উত্তরলই, ভুজ। কাল রাতে হামলার চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে। হামলার আঁচ পেয়ে সক্রিয় হয় ভারতীয় সেনা। রাশিয়া থেকে কেনা এস-৪০০ অ্যান্টি মিসাইল সিস্টেম পাক মিসাইলগুলিকে ধ্বংস করে। পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। Integrated Counter UAS Grid এবং Air Defence System-এ জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror) প্রাণ হারিয়েছেন ২৫ পর্যটক সহ ২৬ জন। তারপর থেকে ক্ষোভে ফুঁসছে ভারত। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। পালটা জবাব দিয়েছে পাকিস্তানও। মঙ্গলবার গভীর রাতে পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানে নামে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালানো হয়। সামরিক অভিযান চালিয়ে ৯টি জঙ্গিঘাঁটি নিকেশ করেছে ভারত। মৃত্যু হয়েছে প্রায় শতাধিক জঙ্গির। গুঁড়িয়ে গিয়েছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গিঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র। এই অপারেশনের পর গতকাল রাতে পালটা ভারতের ১৫ জায়গাকে টার্গেট করে পাকিস্তান।
আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন