Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে প্রবেশের চেষ্টা এক পাকিস্তানি নাগরিকের। বিএসএফ-এর গুলিতে মারা পড়ল সে। পঞ্জাবের ফিরোজপুর সেক্টরের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ওই পাকিস্তানি নাগরিক রাতের আঁধারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তখনই তাকে গুলি করা হয়।
BSF এই নিয়ে বিবৃতি জারি করেছে। তাদের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি সীমান্ত পেরোনোর চেষ্টা করছিল। সেই সময় তাকে সতর্ক করা হয়। বারবার অনুরোধ করা হয়। কিন্তু কথা না শুনে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। তখনই তাকে গুলি করা হয়।
এর আগে রবিবার পঞ্জাবের গুরুদাসপুর সীমান্ত অতিক্রম করে আরও এক পাক নাগরিক অনুপ্রবেশের চেষ্টা করে। তাকে আটক করা হয়েছিল। সূত্রের খবর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে পাক নাগরিকদের ভারতে প্রবেশের প্রচেষ্টা বাড়ছে।
গতকাল মাঝরাতে পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানে স্ট্রাইক চালিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিকে নিশানা করা হয়। সবকটি ধুলিসাৎ হয়ে যায়। সূত্রের খবর, এই হামলার জেরে একশোর কাছাকাছি জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। যদিও পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, তাদের অনেক সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে।
এদিকে আজ সর্বদলীয় বৈঠকে বসেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বাকি দলের প্রতিনিধিদের অবহিত করেন রাজনাথ সিং। অ-বিজেপি দলগুলোর তরফে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, অপারেশন সিঁদুর এখনও চলছে।
আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন