Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের সংস্কৃতি, রীতির প্রেমে মশগুল বিদেশিনী। রাশিয়ান মহিলার পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বেঙ্গালুরুর বাসিন্দা ইউলিয়া আসলামোভা (Iuliia Aslamova) জানিয়েছেন, এদেশের আসার পর প্রথম প্রথম তাঁর যেগুলি অদ্ভুত লাগত, সেগুলিই এখন তাঁর রোজকার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
ইউলিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এমন আটটি অভ্যাসের তালিকা দিয়েছেন। এগুলো প্রথমে তাঁর বেশ ‘ক্রিঞ্জ’(অস্বস্তিকর-লজ্জাজনক) বলে মনে হত। কিন্তু এখন এগুলিই স্বাভাবিক মনে করেন।
‘শ্বশুরবাড়িতে থাকাটা আশীর্বাদ’
সবচেয়ে প্রথমেই ইউলিয়া বলেছেন, শ্বশুরবাড়িতে থাকা তাঁর কাছে এখন এক আশীর্বাদের মতো। কারণ এতে তাঁকে একা হাতে বাড়ির যাবতীয় বিষয় সামলাতে হয় না। বরং একসঙ্গে থাকার অভ্যাসই তাঁকে আনন্দ দেয়।
‘হাত দিয়ে খাওয়াতেই সবচেয়ে বেশি স্বাদ’
খাবার হাত দিয়ে খাওয়ার ব্যাপারটা ইউলিয়ার প্রথমে অদ্ভুত লেগেছিল। কিন্তু এখন তিনি মনে করেন, এতে খাবার বেশি সুস্বাদু লাগে। তাঁর দাবি, এটি বিজ্ঞানসম্মতও বটে।
আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?
‘দেরি হলেই চাপ নেই!’
ভারতে কেউ ১৫-২০ মিনিট দেরি করলে ইউলিয়ার এখন আর খারাপ লাগে না। বরং তিনি তাঁর দৈনন্দিন সময়সূচি এই দেরির কথা মাথায় রেখেই তৈরি করেন।
‘বাড়িতে পরিচারিকা থাকাটা জরুরি’
প্রথমে বাড়িতে পরিচারিকাদের দেখে অবাক হয়েছিলেন ইউলিয়া। এখন তিনি মনে করেন, এটিই ভাল। এতে জীবন অনেক সহজ হয়ে যায়।
‘হিংলিশে শুরু, এবার শিখবেন হিন্দিও’
এই মুহূর্তে ইউলিয়া কিছুটা হিংলিশ(হিন্দি+ইংরাজি) বলেন। তবে আগামী ১-২ বছরের মধ্যে তিনি পুরোপুরি হিন্দি শিখে নিতে চান।
‘দর কষাকষি’
ভারতে দর কষাকষির অভ্যাস ইউলিয়াকে প্রথমে অস্বস্তিতে ফেললেও এখন তিনি এটিকে ‘সুপারপাওয়ার’ বলে মনে করেন। তাঁর মতে, এর ফলে কমিউনিকেশন স্কিল অনেক বেড়েছে।
‘চায়ের প্রেমে পড়া’
চা, দুধ ও মশলার মিশেলে তৈরি মশালা চা ইউলিয়ার খুব পছন্দ। তিনি এটিকে মঙ্গোলিয়ান চায়ের সঙ্গে তুলনা করেছেন।
‘ভালোবাসার গুরুত্ব’
ইউলিয়া বলেন, ভারতের সিনেমা থেকে রোজকার কথোপকথন সবকিছুতেই ভালোবাসা বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ভারত খুব আবেগপ্রবণ দেশ।
ভাইরাল ভিডিওতে প্রশংসার বন্যা
ইউলিয়ার ভিডিও দেখে নেটদুনিয়ায় প্রশংসার ঝড় উঠেছে। কেউ লিখেছেন, ‘আপনি ভারতের আসল মেজাজটা বুঝেছেন।’ আর একজন বলেছেন, ‘খুব মিষ্টি একটা ভিডিও।’ আরেকজন লিখেছেন, ‘সবটাই ভালোবাসা আর মজার গল্প।’
আরও পড়ুন:- এক বছরে ৭৩৯% বৃদ্ধি, লগ্নি করতে পারেন এই ৭ পেনি স্টকে