Bangla News Dunia, Pallab : ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে ইউরোপ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এমনই জানানো হয়েছে। ১৩ থেকে ১৭ মে ক্রোয়েশিয়া, নরওয়ে এবং নেদারল্যান্ডস সফরের কথা ছিল তাঁর। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, এবিষয়ে সংশ্লিষ্ট দেশগুলিকে অবহিত করা হয়েছে।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ
অন্যদিকে, অপারেশন সিঁদুর সফল হওয়ার পর বৃহস্পতিবার সকাল ১১টায় সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। সেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ অন্যরা উপস্থিত থাকবেন। সূত্রের খবর, ওই বৈঠকে বিরোধী দলের নেতাদের অপারেশন সিঁদুর সম্পর্কে অবহিত করা হবে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ভবিষ্যৎ কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়েও আলোচনা হতে পারে সর্বদল বৈঠকে।
মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) পাঁচটি এবং পঞ্জাব প্রদেশে চারটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতের তরফে মুরিদকে, কোটলি, বাহওয়ালপুর এবং মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মুরিদকেতেই রয়েছে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার সদর দপ্তর। অন্যদিকে, বাহওয়ালপুরে রয়েছে জইশ-ই-মহম্মদের ঘাঁটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৮০ থেকে ৯০ জন জঙ্গির মৃত্যু হয়েছে প্রত্যাঘাতে।