Bangla News Dunia, Pallab : ভারত পাকিস্তান যুদ্ধের (India Pakistan War) ইতিহাস আমরা সকলেই জানি এবং ফের একবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মনে করছেন অনেকেই তাই সাধারণ নাগরিকদের সচেতন থাকা জরুরি। আপনার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ করণীয় ও বর্জনীয় বিষয় মেনে চলা উচিত। যুদ্ধ পরিস্থিতিতে ভারত সরকারের তরফে বিশেষ নির্দেশ বা আপডেট আসতে পারে আর সেই নির্দেশ গুলো অনুসরণ করা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পালটা পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করল ভারত
ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে সাধারণ নাগরিক কী করবেন?
আঞ্চলিক প্রশাসনের ঘোষণা গুলো নিয়মিত শুনুন, প্রয়োজনীয় তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট ও সংবাদ মাধ্যম ফলো করুন, ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে গুজব ছড়াবেন না, গুজব ছড়ালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দায়িত্ববান নাগরিক হিসেবে কিছু বিষয় এড়িয়ে চলুন, যাচাই না করে কোনো খবর শেয়ার করবেন না, সামাজিক মাধ্যমে ভুয়ো বার্তা ফরোয়ার্ড করা থেকে বিরত থাকুন, Panicked পোস্ট বা ভিডিও দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না।
জরুরি ব্যাগ প্রস্তুত রাখুন
পরিচয়পত্র (Aadhaar, Voter ID), নগদ টাকা ও এটিএম কার্ড, প্রয়োজনীয় ওষুধ, জল ও শুকনো খাবার, মোবাইল, চার্জার ও পাওয়ার ব্যাংক, কিছু কাপড় ও টর্চ লাইট একটা ব্যাগে প্রস্তুত রাখুন এবং যুদ্ধ কালীন সময়ে আপনার অপ্রয়োজনীয় চলাফেরা বিপজ্জনক হতে পারে। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত বাড়িতেই অবস্থান করুন। যদি নিরাপদ জায়গায় সরানোর নির্দেশ আসে, তবে তা অমান্য করবেন না।
শিশু ও প্রবীণদের বিশেষ যত্ন নিন
- ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির অবনতি হলে শিশুরা ও বয়স্করা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে।
- তাদের জন্য অতিরিক্ত খাবার ও ওষুধ রাখুন
- ভয়ের পরিস্থিতিতে মনোবল ধরে রাখতে সহায়তা করুন
- ঘরে থাকা অবস্থায় তাদের নিরাপত্তা নিশ্চিত করুন
প্রয়োজনীয় নথিপত্র ও ডিজিটাল ব্যাকআপ
- ভারত পাকিস্তান যুদ্ধ কালীন সময়ে কোনো কারণ বশত হারিয়ে যেতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র।
- Aadhaar, PAN Card, Bank Details ডিজিটাল কপি Google Drive বা Pen Drive এ রাখুন
- প্রয়োজন হলে Laminated Copy ব্যবহার করুন
সেনাবাহিনী বা প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবেন না
আপনার দায়িত্ব প্রশাসনকে সহায়তা করা, বিরক্ত করা নয়। সেনা বাহিনী, পুলিশ বা প্রশাসনিক অফিসারদের কাজে কোনো বাধা দেওয়া থেকে বিরত থাকুন। অনেকে ঘটনা ঘটলে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু যুদ্ধের সময় এমন কাজ বিপজ্জনক ও অপরাধ হিসেবে গণ্য হতে পারে। সেনা চলাচল, অস্ত্র পরিবহন বা নিরাপত্তা সংক্রান্ত কিছু ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ।
আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান