ভারত-পাক উত্তজেনার আবহে তিন বাহিনী এবার একসাথে, কীভাবে কাজ করবে? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কয়েক দিন আগেই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে একজোট হয়ে লড়াইয়ে শামিল হয়েছিল ভারতের তিন বাহিনী। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চললেও এখনও উত্তেজনা প্রশমিত হয়নি। এই প্রেক্ষাপটে তিন বাহিনীকে নিয়ে বিশেষ নির্দেশ দিল মোদী সরকার। সেনা, নৌ ও বায়ু সেনাকে একত্রিত হয়ে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিন বাহিনী যৌথ কমান্ডের মাধ্যমে কাজ করবে। ২৭ মে থেকে এই নয়া নির্দেশ কার্যকর করা হয়েছে।

এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘এই পদক্ষেপের লক্ষ্য হল আন্তঃ পরিষেবা সংস্থাগুলির (ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশনস) কার্যকর কমান্ড, নিয়ন্ত্রণ ও দক্ষ কার্যকারিতা জোরদার করা, যার ফলে সশস্ত্র বাহিনীর মধ্যে ঐক্য জোরদার করা হবে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুতে ফুঁসে ওঠে গোটা দেশ। তার পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত ৭ মে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতের এই অভিযানে পর্যদুস্ত হয় পাকিস্তান। তার পরই সীমান্ত ঘেঁষা ভারতের একাধিক শহরকে নিশানা করে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। কিন্তু ইসলামাবাদের সব চক্রান্ত বানচাল করে মোক্ষম জবাব দেয় ভারত। তিন বাহিনী একজোট হয়েই পাকিস্তানকে রোখে ভারতীয় বাহিনী। এবার ভারতের তিন বাহিনীকে নিয়ে নয়া নির্দেশ দিল মোদী সরকার।

আরও পড়ুন:- SSC-র গ্রুপ সি ও ডি-র চাকরিহারাদের কী ব্যবস্থা হবে? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন