Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতবর্ষের জনসাধারণের জন্য পেট্রোল ডিজেল (Petrol Diesel) কতটা জরুরী সেটা তো আলাদা করে বলার নয়। তাই তরল সোনার দাম বাড়লে কপালে ভাঁজ পড়ে আমজনতার। তবে যুদ্ধের মেঘ (Ind Pak War) যেভাবে ঘনীভূত হয়ে এসেছে সেখানে সাধারণ মানুষ আগে থেকে আশঙ্কা করছিলেন দৈনন্দিন জিনিসের দাম বাড়তে পারে। তবে এবার দাম বৃদ্ধি নয়, বরং পেট্রোল-ডিজেল সম্পর্কিত নতুন একটি সিদ্ধান্ত জারি হল।
New Rule About Petrol Diesel In India
ভারতবর্ষে প্রতিদিন কোটি কোটি লিটার পেট্রোল ডিজেল ব্যবহার করা হয়। কারণ ১৪০ কোটির ভারতে যানবাহনের সংখ্যা অবশ্যই বেশি। অনেক মানুষই যাতায়াত করেন গাড়িতে, বাইকে কিংবা স্কুটারে। আর সেগুলি চলে পেট্রোলে। অতএব পেট্রোল সরবরাহের জন্য দেশের সমস্ত শহরে ও বিভিন্ন প্রান্তে অনেকগুলি পেট্রোল পাম্প রয়েছে।
তবে মূল ব্যাপার হল, আগে প্রায় সমস্ত পেট্রোল পাম্পে মানুষ তেল ভরতেন নগদ টাকা দিয়েই। কিন্তু যত দিন যাচ্ছে ডিজিটাল লেনদেনে আরো অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। ইউপিআই ব্যবস্থা চলে আসার পর ডিজিটাল পেমেন্ট দেশজুড়ে আগের থেকে অনেকটাই বেড়েছে। বেশিরভাগ মানুষই চান ক্যাশ টাকা কম ক্যারি করে অনলাইন পেমেন্ট করতে। আর এখানেই জারি হল নতুন নিয়ম।
আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন
পেট্রোল পাম্পে শুধু নগদ টাকায় লেনদেন হবে?
এখানেই জারি হয়েছে নতুন নিয়ম আর সেই নয়া নিয়মে বলা হয়েছে, এবার থেকে আর পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গেলে অনলাইনে টাকা দিয়ে তেল ভরা যাবে না। আপনার সঙ্গে রাখতে হবে নগদ টাকা। কেন? কারণ পেট্রোল পাম্পে অনলাইন পেমেন্ট বন্ধ হচ্ছে তাই। দেশের একটি
শহরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরটির নাম হল নাগপুর। সূত্রের খবর, বিদর্ভ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে ১০ মে তারিখের পরে কোনও পেট্রোল পাম্পে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা হবে না। অর্থাৎ সাধারণ মানুষ এখন থেকে আর অনলাইন পেমেন্টের (Online Payment) মাধ্যমে তেল ভরানোর সুবিধে পাবেন না। আপনি যদি নাগপুরে থাকেন আর আপনার গাড়িতে বা বাইকে তেল ভরানোর দরকার হয় তাহলে আপনার সঙ্গে নগদ টাকা রাখতে হবে। এই বিষয়ে যে খবর সামনে আসছে, আগামী ১০ মে-র আগে অনলাইন পেমেন্ট গ্রহণ করা হলেও তারপর থেকে কিন্তু আর এই সুবিধে পাওয়া যাবে না।
কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?
সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, অনলাইনের মাধ্যমে যত লেনদেন হচ্ছে তাতে মূলত সাইবার জালিয়াতির ঘটনা বাড়ছে। অতএব সাইবার জালিয়াতি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিসংখ্যান বলছে, দেশে এখনও প্রায় ৬০ শতাংশ মানুষ তেল ভরানোর সময় অনলাইনেই টাকা দিয়ে থাকেন। যার ফলে নতুন সিদ্ধান্তের জেরে সমস্যায় পড়তে পারেন হাজার হাজার মানুষ।
উপসংহার: খুব স্বাভাবিকভাবেই পেট্রোল ভরাতে গিয়ে অনলাইন পেমেন্ট না করতে পারলে কিছুটা হলেও সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। বিদর্ভ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের মালিক দের তরফে জানানো হয়েছে, আদলে সাইবার অপরাধজনিত মামলা এখন দেশে বেড়ে যাওয়ায় কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরও।
আরও পড়ুন:- এই তেল দিয়ে মালিশ করুন শিশুকে ! হাড় মজবুত ছাড়াও স্বাস্থ্যেরও উন্নতি হবে