Bangla News Dunia, দীনেশ :- নিলামে বেস প্রাইস ছিল ২ কোটি। নিলামে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। তবে ভারত–পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি টাকায় বাংলাদেশি পেসার মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে প্রথম শিকে ছিঁড়ল বাংলাদেশি ক্রিকেটারের।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার
জানা গিয়েছে, অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্কের পরিবর্ত হিসাবে দিল্লি ক্যাপিটালসে জায়গা পেলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। চলতি মরশুমের বাকি ম্যাচ গুলিতে দিল্লির হয়ে খেলবেন মুস্তাফিজ। আইপিএলের নিলামে নাম লিখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান (বেস প্রাইস ২ কোটি), শাকিব আল হাসান (বেস প্রাইস ১ কোটি) এবং তাসকিন আহমেদ (বেস প্রাইস ১ কোটি)। বেস প্রাইস ৭৫ লক্ষ রেখে আইপিএল খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন লিটন দাস, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান শাকিব, মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা। কিন্তু কোনও বাংলাদেশি ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি কেউ। কিন্তু ভারত-পাক যুদ্ধ আবহে দেশে ফিরে গিয়েছেন একঝাঁক বিদেশি ক্রিকেটার। এই যুদ্ধ আবহে আর ভারতে খেলতে আসতে চান না দিল্লির অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্ক। ওই তরুণ ওপেনারের বদলে দিল্লি নিল বাংলাদেশের অভিজ্ঞ পেসারকে।
আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির
উল্লেখ্য, গত মরসুমে মুস্তাফিজুর রহমান ছিলেন চেন্নাই সুপার কিংসে। অতীতে এই বাংলাদেশি পেসারকে খেলতে দেখা গিয়েছে দিল্লির হয়ে। দিল্লির মিচেল স্টার্কও দেশে ফিরেছেন। তিনি যদি ফিরে আসেন, তাহলে মুস্তাফিজুরের প্রথম একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে। ফিজকে মরশুমের বাকি অংশটা বেঞ্চেই কাটাতে হবে।
আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার
বাঁহাতি এই পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে আইপিএলে মোট ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। এর আগে কোনও বাংলাদেশি ক্রিকেটার ৬ কোটি টাকায় আইপিএলে খেলার ডাক পাননি।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে। চারে থাকা মুম্বাই ইন্ডিয়ানস তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্টে এগিয়ে আছে। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির উন্নতি হতেই ফের আইপিএল শুরু হতে চলেছে। আগামী ১৭ মে থেকে হবে আইপিএল। দিল্লির প্রথম ম্যাচ ১৮ মে গুজরাট টাইটানসের বিপক্ষে।