Bangla News Dunia, Pallab : ভারত ও পাকিস্তান (India-Pakistan Tension) যুদ্ধ আবহে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবতের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। বলা হয়েছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ১৯৬৮ সালের সিভিল ডিফেন্স রুলসের ১১ ধারা প্রয়োগ করতে পারে। সাধারণত যুদ্ধ পরিস্থিতির মতো জরুরি পরিস্থিতিতে এই বিধি মেনে নাগরিকদের রক্ষা করা, সম্পত্তির সুরক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহণের মতো প্রয়োজনীয় পরিষেবা চালুর ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করার ক্ষমতা পায় রাজ্য।
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন’
সিভিল ডিফেন্স রুলসের ১১ ধারা অনুযায়ী যা করতে পারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি…প্রথমত, জনগণ এবং সম্পত্তি রক্ষায় প্রয়োজনমতো জরুরি পদক্ষেপ করতে পারে রাজ্য। দ্বিতীয়ত, জরুরি পরিস্থিতিতে যাতে জল, বিদ্যুৎ, হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা অচল না হয়ে পড়ে, তার জন্য যে কোনও পদক্ষেপ করতে পারে রাজ্য।
তৃতীয়ত, অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনও সরঞ্জাম কেনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এমন নিয়ম যা গোটা বিষয়টিকে দেরি করে, তা মানার প্রয়োজন নেই। এইরকম পরিস্থিতিতে কোনও অঘটন ঘটলে রাজ্যগুলি যাতে দ্রুত এবং সুষ্ঠু সিদ্ধান্ত নিতে পারে, তা নিশ্চিত করতে এই ক্ষমতা দিয়েছে কেন্দ্র।