ভারত-পাক সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে স্বাগত ইউনূসের, মধ্যস্থতার জন্য ধন্যবাদ ট্রাম্প-রুবিওকে !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- অবশেষে সংঘর্ষবিরতি শুরু হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে (India-Pakistan ceasefire)। শনিবার বিকেলে প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। এরপর ভারতের বিদেশসচিব ও পাক বিদেশমন্ত্রীও সংঘর্ষবিরতির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন। ভারত ও পাকিস্তানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)।

আরও পড়ুন:- একবার চার্জ, সারাদিন হাওয়া! গরমে VIRAL এই হ্যান্ডফ্যান, দাম কত-কোথায় পাবেন? জেনে নিন

এক্স হ্যান্ডেলে ইউনূস লিখেছেন, ‘সংঘর্ষবিরতিতে সম্মত হওয়ার এবং আলোচনায় অংশগ্রহণের জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসা জানাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদেশসচিব রুবিওকে মধ্যস্থতা করার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’ কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানে বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার দুপুর থেকেই পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের তরফে যুদ্ধ থামানো নিয়ে তৎপরতা শুরু হয়। কথা হয় ভারতের ডিজিএমওর সঙ্গে। সেখানেই ভারতকে যুদ্ধ থামাতে কার্যত মিনতি করে পাকিস্তান। শেষ পর্যন্ত আমেরিকার মধ্যস্ততায় পাকিস্তানের আর্জি মেনে নেয় ভারত। এরপর ভারতীয় সময় বিকেল ৫টা থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্র চালানো বন্ধ করে। কিন্তু রাত ৮টার পর থেকে ফের গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। শ্রীনগর, উধমপুরে একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা যেতেই ব্ল্যাকআউট করে দেওয়া হয় সেখানে। আখনুর, রাজৌরি এবং আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণ করেছে পাক সেনা। তবে সংঘর্ষবিরতি লঙ্ঘন হলেও জম্মু ও কাশ্মীর সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে পরিস্থিতি রাতভর কমবেশি শান্তিপূর্ণই ছিল। নতুন করে আন্তর্জাতিক সীমান্ত বা নিয়ন্ত্রণরেখা বরাবর কোনও গোলাগুলির খবর মেলেনি।

আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন

আরও পড়ুন:- মুখোমুখি না পেরে অন্য ‘শয়তানি’ পাকিস্তানের, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন