Bangla News Dunia, Pallab : ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, মামদানি ইহুদি-বিরোধী মনোভাব পোষণ করেন এবং তাই তিনি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিউ ইয়র্ক সিটিতে গ্রেপ্তার করার হুমকি দিয়েছেন। প্রসঙ্গত, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) -এর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর সেই ভিত্তিতেই সম্প্রতি মামদানি জানিয়েছিলেন যে, নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক সিটিতে আসেন তবে তাঁকে গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন
সোমবার নেতানিয়াহুর সঙ্গে একটি ব্যক্তিগত নৈশভোজের আগে ট্রাম্প বলেন, “মামদানি সমাজতান্ত্রিক নয়, সে একজন কমিউনিস্ট। সে ইহুদিদের সম্পর্কে সত্যিই খারাপ কথা বলেছে।” ট্রাম্প কার্যত হুঁশিয়ারির সুরে জানান, মামদানি যদি নভেম্বরের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হন, তবে হোয়াইট হাউজ থেকে প্রয়োজনীয় তহবিল পেতে তাঁকে “ভালো আচরণ” করতে হবে। তিনি বলেন, “সে এখন একটু মধুচন্দ্রিমা কাটাচ্ছে, সে হয়তো জিততে পারে, কিন্তু সবকিছু হোয়াইট হাউজের মাধ্যমেই আসে। হোয়াইট হাউজ থেকে তাঁর অর্থের প্রয়োজন, তাঁকে ভালো আচরণ করতে হবে। তাঁকে ভালো আচরণ করতেই হবে, অন্যথায় তাঁর বড় সমস্যা হবে।”
ট্রাম্পের সঙ্গে নৈশভোজের আগে মামদানির এই গ্রেপ্তারের হুমকির প্রতিক্রিয়ায় নেতানিয়াহু সাংবাদিকদের জানান যে, তিনি “এ নিয়ে চিন্তিত নন।” নেতানিয়াহু বলেন, “পৃথিবীতে যথেষ্ট পাগলামি আছে, মনে হয় এটা কখনও শেষ হবে না। এটা জঘন্য এবং অনেক দিক থেকে হাস্যকরও বটে কারণ এটা মোটেই গুরুতর নয়।”
সূত্রের খবর, নেতানিয়াহু আগামী বছর নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক উচ্চ-পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি আগামী বছরের আগেও নিউ ইয়র্ক সফর করতে পারেন বলে খবর রয়েছে।