Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভিন রাজ্যে বাঙালিরদের উপর অত্যাচারের বিরুদ্ধে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত অভিযান ৷ ওড়িশা, গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা-সহ বাইরের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে যাওয়া বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচি ৷ জাতীয় বাংলা পরিষদের নেতৃত্বে বুধবার রাসবিহারী মোড় থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করা হয় ৷
কিন্তু, নিরাপত্তার কারণে কলকাতা পুলিশের তরফে মুখ্যমন্ত্রী বাড়ি পর্যন্ত মিছিল এগোতে দেওয়া হয়নি ৷ তার অনেক আগেই আটকে দেওয়া হয় মিছিলটি ৷ তবে, জাতীয় বাংলা পরিষদের নেতৃত্ব পুলিশ আধিকারিকদের কাছে সাত দফা দাবিপত্র জমা দেয় ৷
এ নিয়ে জাতীয় বাংলা পরিষদের সভাপতি তথা চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, “বাঙালিরাই যে ভিনরাজ্যে কাজে যাচ্ছে এমনটা নয়। এই বাংলায় বিহার, ওড়িষা, গুজরাতি ভাষার বহু মানুষ কাজ করে ৷ তাঁরা আমাদের আপ্যায়নে সযত্নে নিজেদের আয় রোজগার করছেন ৷ তাতে আমাদের কোন অসুবিধা নেই ৷ কিন্তু, ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর কেন আক্রমণ করা হচ্ছে ৷ এবার যদি আমরাও বাইরের রাজ্য থেকে আসা শ্রমিকদের রুজিরুটি বন্ধ করে দিই, তাহলে কেমন লাগবে ?”
আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন
মোমবাতি হাতে জাতীয় বাংলা পরিষদের প্রতিবাদ
এ নিয়ে রাজ্যের রাজনৈতিক দলগুলিতে নিশানা করেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস ৷ তিনি বলেন, “রাজ্য সরকার-সহ রাজ্যের সব রাজনৈতিক দলগুলিকে বলতে চাই শীতঘুম থেকে বেরিয়ে এসে বাঙালিদের পাশে দাঁড়ান ৷ বাঙালিদের উদ্ধারে তাদের নিরাপত্তায় উদ্যোগী হন ৷ আর ভিন রাজ্যে যারা বাংলাভাষীদের উপর আক্রমণ নামিয়ে আনছেন বা বাংলাদেশী বলে দাগিয়ে দিচ্ছেন তাদেরকে স্পষ্ট বলতে চাই ৷”
এ দিন জাতীয় বাংলা পরিষদ যে সাতদফা দাবিগুলি পেশ করেছে, তা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷
জাতীয় বাংলা পরিষদের দাবিগুলি হল-
- পশ্চিমবঙ্গের বাঙালিরা যাতে এই রাজ্যের মধ্যে কাজ পান সেটা পশ্চিমবঙ্গ সরকারকে নিশ্চিত করতে হবে ৷
- পাশ্চমবঙ্গের বাঙালিদের রাজ্যে মধ্যে কাজ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করতে সরকারি ক্ষেত্রে 90 শতাংশ এবং বেসরকারি ক্ষেত্রে 80 শতাংশ ‘ভূমিসন্তান সংরক্ষণ’ নিশ্চিত করতে হবে ৷
- পশ্চিমবঙ্গের বাঙালিদের কাজের সম্ভাবনা বৃদ্ধি করতে রাজ্যের সমস্ত পরিষেবা যাতে বাংলা ভাষায় দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে ৷
- পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে বাংলা ভাষার লিখিত পরীক্ষা নিশ্চিত করতে হবে ৷
- পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে যাওয়া সমস্ত বাঙালিদের প্রয়োজনীয় তথ্য সরকারের কাছে থাকতে হবে ৷ যাতে তাঁদের কোনও বিপদ হলে সরকারের পক্ষে সাহায্য করতে সুবিধা হয় ৷
- পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে যাওয়া সমস্ত বাঙালিদের রাজ্য সরকারের তরফ থেকে পরিচয়পত্র প্রদান করতে হবে ৷
- পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করতে হবে ৷ যাতে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে যাওয়া কোনও বাঙালি বিপদে পড়লে সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারে ৷
আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন