ভোটের আগে ভেঙে পড়বে তৃণমূল সরকার ! দাবি বিজেপির

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভোটের আগে ভেঙে পড়বে তৃণমূল সরকার ! রাজ্যে আগামী বছর হতে চলা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বিরাট বদল হতে চলেছে। এদিকে ব্যারাকপুরের বিজেপির সাংসদ অর্জুন সিংহ বিশাল বয়ান দিলেন , তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী যদি শীঘ্রই বিজেপিতে যোগ দেন তাহলে ভোটের আগেই রাজ্যের মমতা সরকার ভেঙে পড়বে। তিনি আরো বলেন ৫ জন তৃণমূল সাংসদ ও কিছু বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার জন্য তৈরী আছেন। ফলে সরকার কতদিন চলবে সেটা বোঝা খুব কঠিন।

santunu thakur

বাংলাতে আগামী বছর মার্চ ও এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড়সড় ঝটকা দিয়ে তৃণমূলের দাপুটে নেতা ও বিধায়ক শুভেন্দু অধিকারী মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। তাছাড়াও কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী বিজেপিতে যোগ দিয়েছেন সেটা অস্বস্তির কারণ তৃণমূল-র জন্য। বেসুর হয়ে উঠেছেন অনেক বিধায়ক ও মন্ত্রী থেকে কাউন্সিলর পরোক্ষ ভাবে দল বিরোধী মন্তব্য করে চলেছেন। পিকে নিয়ে বেসুরো দলের একটা বড়ো অংশ।

আরো পড়ুন :- কাটমানির টাকা নিয়ে গিয়ে হাতেনাতে ধরা খেলো তৃণমুল নেতা , বেঁধে রাখা হলো ল্যাম্পপোস্টে

এদিকে জল্পনা বাড়িয়ে বিজেপির নেতা মুকুল রায় বলেছিলেন , শুভেন্দু বিজেপিতেই আসবেন। ওদিকে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে বিজেপির মহাসচিব তথা বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বড় বয়ান দিয়ে বলেছেন , আগামী জানুয়ারি মাস থেকে বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিষ্টান, শিখ, পারসি শরণার্থীদের সিএএ অনুযায়ী নাগরিকতা দেওয়া হবে।

Highlights

1. ভোটের আগে ভেঙে পড়বে তৃণমূল সরকার !

2. শরণার্থীদের সিএএ অনুযায়ী নাগরিকতা দেওয়া হবে

#BJP #TMC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন