ভোটের আগে রক্তাক্ত বিহার, খুন বিজেপি নেতা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 6 বছর আগে ছেলেকে হত্যা করা হয়েছিল ৷ এবার টার্গেট হলেন বাবা ৷ ভোটের আগে বিহারে দুষ্কৃতীদের গুলিতে খুন বিজেপি নেতা ৷ পটনার বিখ্যাত ব্যবসায়ী গোপাল খেমকাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ৷ শুক্রবার রাত সাড়ে 11টা নাগাদ গান্ধি ময়দান থানা এলাকার রামগুলাম চকে তাঁর বাড়ির সামনেই আততায়ীরা গুলি চালায় বলে খবর ৷

মৃত ব্যবসায়ীর পরিবারের অভিযোগ :

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির গুরুতর অভিযোগ তুলেছে খেমকার পরিবার । তাদের অভিযোগ, গান্ধি ময়দান থানা ঘটনাস্থল থেকে মাত্র 300 মিটার দূরে অবস্থিত ৷ তবুও পুলিশ দুই ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছয়। পরিবারের দাবি, তারা প্রাথমিকভাবে পুলিশকে ঘটনার কথা জানিয়েছিল। যদিও পুলিশের পাল্টা দাবি, তারা সময়মতো কোনও খবরই পায়নি । ঘটনার পর, গোপাল খেমকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:- ৩২০০০ শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ । চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকরা? জানাল হাইকোর্ট

মৃতের ভাইয়ের বক্তব্য :

এই ঘটনায় গোপালের ছোট ভাই শঙ্কর খেমকা বলেন, “গান্ধি ময়দান থানা ঘটনাস্থল থেকে মাত্র 300 মিটার দূরে, তবুও পুলিশ দু ঘণ্টা দেরিতে পৌঁছয় । আমরা প্রাথমিকভাবে পুলিশ স্টেশনে খবর দিয়েছিলাম ৷ কিন্তু পুলিশ আসতে দেরি করেছে । আমরা নিজেরাও যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাই, তখনও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । হাসপাতালের ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।”

জানা গিয়েছে, গোপাল খেমকা শুক্রবার রাতে বাঁকিপুর ক্লাব থেকে বাড়ি আসছিলেন । যখন তিনি তাঁর গাড়ির গেট খুলে নামছিলেন, তখন দুই বাইক আরোহী তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায় । পরিবারের লোকেরাই খেমকাকে হাসপাতালে নিয়ে যান ৷ তাতেও বাঁচানো যায়নি বিখ্যাত ব্যবসায়ী তথা বিজেপি নেতাকে ৷

পুলিশের বক্তব্য :

ঘটনার পর, পটনার এসএসপি কার্তিকেয় শর্মা, সিটি এসপি পাপ্পু যাদব এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ স্ক্যান করার প্রক্রিয়া শুরু করেছে এবং সন্দেহভাজনদের খোঁজ চলছে । তবে এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে, পটনায় অপরাধীদের সাহস অনেক বেড়ে গিয়েছে ।

পটনা সেন্ট্রালের এসপি দীক্ষা জানিয়েছেন, গান্ধি ময়দান থানা এলাকার বেনারস হোটেলের কাছে একটি অ্যাপার্টমেন্টের বাইরে একজন ব্যবসায়ীকে গুলি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে । তদন্ত চলছে ৷ এফএসএল দলও তদন্ত করছে ।

6 বছর আগে ছেলেকে খুন :

খেমকা পরিবারের উপর অবশ্য এই হামলার ঘটনা প্রথম নয় । 2018 সালের 20 ডিসেম্বর গোপাল খেমকার ছেলে গুঞ্জন খেমকাকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা । সেই সময় বেউর জেল থেকে এই হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে খবর হয় ।

অবিচারের রাজ্য হয়ে গিয়েছে নীতিশের বিহার, প্রতিক্রিয়া আরজেডি নেতার :

খেমকার হত্যায় আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “বিহার অবিচারের রাজ্যে পৌঁছে গিয়েছে ৷ পুলিশের সদর দফতরের নাকের ডগায় অপরাধ সংঘটিত হয়েছে । তেজস্বী যাদব ক্রমাগত অপরাধের বিবরণ তুলে ধরে সরকারের দিকে আয়না ধরেছেন ৷ নীতিশ কুমার আর এক মুহূর্তের জন্যও মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্য নন। এই সরকারের চলে যাওয়াই বিহারের মঙ্গল হবে ৷ অপরাধীদের সাহস দেখুন, গান্ধি ময়দানের কাছে এত জনাকীর্ণ এলাকায় সরাসরি গুলি চালানো, নীতিশ কুমারজী, আপনি এই রাজ্যের কী করেছেন ? এটাকে যদি পৈশাচিক শাসন, জঙ্গলের শাসন, অপরাধমূলক শাসন না বলা হয়, তাহলে একে আর কী বলা হবে ?”

আরও পড়ুন:- সুবিচার না পেলে আমি তৃণমূল ছেড়ে দেব, হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরির

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন