ভ্যাপসা গরম থেকে বাঁচতে বেড়িয়ে আসুন ছবির মতো সুন্দরী গ্রাম সামসিং থেকে।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরমে বাঙালির মন পাহাড়ে পালাই পালাই করে। তবে দার্জিলিং-সিমলা-নৈনিতাল তো অনেকে বহুবার গিয়েছেন। কিন্তু এই গরমে পাহাড়ের তরতাজা হাওয়া গায়ে মাখতে পাড়ি দিতে পারেন সামসিং গ্রামে। বাংলা-ভুটান সীমান্তে অবস্থিত পাহাড়ি গ্রাম সামসিং। ছোট্ট এই জনপদটি ধীরে ধীরে পর্যটকেদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। চা এবং কমলালেবুর চাষ এখানকার প্রধান জীবিকা। ফলে সবুজের সমারোহ যেমন আছে, তেমনই কমলা আভাও খেলা করে এখানে।

সামসিং গ্রাম যেন ছবির মতো আঁকা। এই গ্রামের কাছেই আছে রকি আইল্যান্ড। সামসিং থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত মূর্তি নদীর পাশে এই রকি আইল্যান্ড পর্যটকেরদের অন্যতম পছন্দের জায়গা। এই জায়গা থেকে ঠিক ৪ কিলোমিটার দূরে আছে সানতেলাখোলা। নেওড়া ভ্যালিও রয়েছে খুব দূরে নয় এখান থেকে। পশুপাখির বাস এই জাতীয় উদ্যানে।

কলকাতা থেকে সামসিঙের দূরত্ব ৬৩৮ কিলোমিটার। শিলিগুড়ি থেকে সামসিঙের দূরত্ব ৮১ কিলোমিটার। শিলিগুড়ি থেকে সামসিং যাওয়ার বাস রয়েছে। তবে বাসের সংখ্যা অপ্রতুল। তাই জিপ বা শেয়ারের গাড়িতে যেতে পারেন সামসিং। শিলিগুড়ি থেকে চালসাও চলে যেতে পারেন। চালসা থেকে সামসিঙের দূরত্ব ১৮ কিলোমিটার। চালসাটাও একটু ঘুরে দেখে নিতে পারেন।

সামসিঙে বনদপ্তরের নিজস্ব বাংলো আছে। সানতালখোলাতেও বাংলো রয়েছে। এ ছাড়াও হোম স্টে তো আছেই। সেগুলিরই কোনও একটিতে থেকে যেতে পারেন।

আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:- এবার ChatGPT-তেই হবে শপিং! কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন