মদন মিত্রকে ‘মাতাল’ বললেন শুভেন্দু অধিকারী !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মদন মিত্রকে ‘মাতাল’ বললেন শুভেন্দু অধিকারী !  নেতাই দিবস উপলক্ষে সেই নেতাইতে তৃণমূলের এক বিশেষ সভায় বক্তব্য রাখেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র। সেই সভাতে তিনি চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন আরেক প্রাক্তন পরিবহণ মন্ত্রী তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে। এই দিন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র নেতাই এর সভা থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন আর বলেন দল যদি চায় তবে একুশের ভোটে তিনি নিজেই দাঁড়াবেন নন্দীগ্রাম বিধানসভা থেকে।

bjp-tmc

এছাড়াও এই দিন মদন বাবু আরেকটি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, শুভেন্দুর ক্ষমতা থাকলে কামারহাটি থেকে নির্বাচনে যেন মদন মিত্রর সাথে লড়াই করে। এছাড়াও মদন বাবু আরো বলেন, বুথে বুথে দলীয় কর্মী জন্ম দিতে পারেন, যারা শুভেন্দু অধিকারীকে টিপে মারার ক্ষমতা রাখে। এরপর একটি পুরোনো বহু চর্চিত সিনেমার ডায়লগ দেন, দুধ চাইলে ক্ষীর দেব, বাংলা চাইলে চিড়ে দেব। কিন্তু মদন মিত্রকে পাল্টা দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তমলুকের সভা থেকে মদন মিত্রকে কটাক্ষ করে বলেন, তৃণমূল একজনকে পাঠিয়েছে, যিনি ফেসবুক লাইভে করেন নেশা করে।

আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে মালদা – দক্ষিণ লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

তিনি মদনকে আরো কটাক্ষ করেন ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে কামারহাটিতে কেউ প্রচার করতে চাইছিল না। শেষে ওর সাগরেদরা আমাকে এসে কামারহাটিতে প্রচার করার অনুরোধ করে। যিনি জেলে থেকে ভোটে দাঁড়িয়ে ছিলেন, তাকে কি আর বলব।

Highlights

1. মদন মিত্রকে ‘মাতাল’ বললেন শুভেন্দু অধিকারী !

2. যিনি জেলে থেকে ভোটে দাঁড়িয়ে ছিলেন, তাকে কি আর বলব

#BJP #TMC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন