মধ্যবিত্তদের জন্য ফ্লাইট নিয়ে সুখবর ! জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

aroplane

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ১৭ নভেম্বর, ২০২৪। সে দিন ডোমেস্টিক ফ্লাইটে পাঁচ লক্ষ যাত্রীর মাইলস্টোন পেরিয়েছিল ভারত। বিশেষজ্ঞরা বলেছিলেন, ছোট শহর থেকে যত উড়ানের সংখ্যা বাড়বে, ততই বাড়বে যাত্রী। যে গ্রোথ গোটা বিশ্ব খানিকটা হিংসের চোখেই দেখবে।

শনিবার কেন্দ্রীয় বাজেট থেকে উঠে এল তারই প্রতিফলন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বছরে যে দেড় কোটি উড়ানযাত্রীর হিসেব দিলেন, তা ওই ‘দিনে পাঁচ লক্ষের’ হিসাব ধরেই। জানালেন, এতদিন দেশের ৮৮টি ছোট বিমানবন্দর থেকে ৬১৯ রুটে উড়ান চলছিল। তার সফলতা দেখে এ বার সবমিলিয়ে ১২০টি ছোট বিমানবন্দর চালু করার পথে হাঁটছে নরেন্দ্র মোদী সরকার। শুধু সেই ছোট বিমানবন্দর থেকেই আগামী দশ বছরে চার কোটি যাত্রীর মাইলফলক পেরোতে চায় কেন্দ্র।

দেশের উড়ানযাত্রীদের তালিকায় মূলত মধ্যবিত্তকে নিয়ে আসতে ২০১৭–র এপ্রিলে ‘উড়ান’ (উড়ে দেশ কি আম নাগরিক) স্কিম চালু হয়। ঠিক হয় টিয়ার–থ্রি ও ফোর শহরের বিমানবন্দর থেকে ছোট রুটে উড়ান চালাবে বেসরকারি উড়ানসংস্থা। তাতে ব্রেক–ইভেন (যত ব্যয়–তত আয়) কস্টের দায় নেবে কেন্দ্র। শনিবার নির্মলা তাঁর বাজেট বক্তৃতায় জানিয়েছেন, দ্বিতীয় পর্যয়ারে উড়ান স্কিম আসছে। সেখানে জোর দেওয়া হচ্ছে উত্তর–পূর্ব ভারত, পাহাড়ি শহরগুলিকে।

এই স্কিমে তৈরি হবে হেলিপ্যাডও। শুধু উত্তর–পূর্বের আকাশের জন্য আলাদা একটি স্কিম আনার কথাও জানিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এখন এই স্কিমে কোচবিহার থেকে একটি ন’আসনের বিমান কলকাতায় যাতায়াত করে। আর দুর্গাপুর থেকে এই স্কিমের সুবিধা নিয়ে দিল্লি, মুম্বই–সহ অন্যত্র উড়ান চালাচ্ছে স্পাইসজেট।

এ দিনের বাজেটে নতুন উড়ান স্কিমের পরে স্পাইসজেটের সিএমডি অজয় সিংয়ের মন্তব্য, ‘মধ্যবিত্তের সুবিধে হবে। তারা খরচ করলে কলেবরে বাড়বে দেশের ইকোনমি।’ ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের মতে, বিশ্বমানের এই ছোট বিমানবন্দর, আঞ্চলিক উড়ান পরিষেবা বিশ্বের দরবারে অনেকটা এগিয়ে রাখবে ভারতকে। আর আকাশ উড়ানসংস্থার সিইও বিনয় দুবে–র কথায়, ‘উড়ান ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের এই সদিচ্ছা পর্যটন ও ইকোনমিকে দ্রুত তুলে ধরবে।

যদিও বাজেট ভাষণে নতুন স্কিমের কথা বললেও কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, গত বছরের তুলনায় এ বার বিমান মন্ত্রকের বাজেট কমেছে ১০ শতাংশ। উড়ান স্কিমের বাজেটেও কাটছাঁট হয়েছে।

২০২৪–২৫–এর বাজেট ২৬৫৮.৬৮ কোটি (মন্ত্রক), ৮০০ কোটি (উড়ান স্কিম)

২০২৫–২৬–এর বাজেট ২৪০০.৩১ কোটি (মন্ত্রক), ৫৪০ কোটি (উড়ান স্কিম)

আরও পড়ুন:– সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকদের একাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে? কি কারণে টাকা কেটেছে, গ্রাহকদের কি করণীয় জেনে নিন

আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন