মনোজিতের বিকৃত কামের শিকার আরও ১৫ জন ছাত্রী? বিস্ফোরক তথ্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কসবার ল’ কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশি হেফাজতে রয়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। টিএমসিপি নেতা মনোজিতের নানা কীর্তি প্রকাশ্যে এসেছে। এবার মনোজিতের বিরুদ্ধে আরও এক যৌন হেনস্থার অভিযোগ করলেন কলেজের এক ছাত্রী। তাঁর অভিযোগ, ২ বছর আগে তাঁর শ্লীলতাহানি করেছিল মনোজিৎ। তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

ঠিক কী অভিযোগ?

ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওই ছাত্রী অভিযোগ করেছেন যে, ২ বছর আগে কলেজের একটি ট্রিপে তাঁকে হেনস্থা করেছিল মনোজিৎ। সে হুমকিও দিয়েছিল বলে অভিযোগ করেছেন ছাত্রী। শুধু তাই নয়, কলেজের প্রায় ১৫ জন ছাত্রী মনোজিতের বিকৃত লালসার শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন ওই ছাত্রী।

আরও পড়ুন:- 1 জুলাই কেন পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস ? জেনে নিন ইতিহাস

২ বছর আগে ঘটলেও, কেন এতদিন মুখ খোলেননি ওই ছাত্রী, সে কথাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি। ওই ছাত্রী বলেছেন যে, মনোজিৎ তাঁর বাবা-মা ও বোনকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সেই ভয়েই এতদিন তিনি মুখ খোলেননি। পাশাপাশি, মনোজিতের রাজনৈতিক প্রভাবশালী যোগের কারণেও পুলিশের দ্বারস্থ হতে পারেননি তিনি। ওই ছাত্রীর আরও অভিযোগ, তৃণমূল বিধায়ক তথা কলেজের বোর্ড সভাপতি অশোক কুমার দেব মনোজিৎকে আড়াল করতেন।

ওই ছাত্রী আরও দাবি করেছেন যে, অতীতে মনোজিতের বিরুদ্ধে একাধিক পুলিশি অভিযোগ দায়ের হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

কসবায় গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। মনোজিৎ ওই কলেজের প্রাক্তনী। আলিপুর আদালতে সে প্র্যাক্টিস করে। ৩১ বছর বয়সী মনোজিৎ বর্তমানে টিএমসিপির দক্ষিণ কলকাতা ইউনিটের সাধারণ সম্পাদক। অন্য দুই ধৃত জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় কলেজেরই পড়ুয়া। ধৃত ৩ জনকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন:- মাটির নিচে ফাটবে এমন মিসাইল বানাচ্ছে ভারত, ভয়ে ঘুম হারাম চিন-পাকিস্তানের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন