মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের ! জখম ১৫-এরও বেশি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৬ জনের। জখম ১৫-এরও বেশি। শনিবার ঘটনাটি ঘটেছে গোয়ার (Stampede at Goa Temple) শিরগাঁও গ্রামের শ্রী লাইরাইদেবী মন্দিরে। শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদপিষ্টের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

গোয়ার (Goa) এই মন্দিরে (Temple) প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। একে ‘শিরগাঁও যাত্রা’ বা ‘দেবী লাইরাই যাত্রা’ও বলা হয়ে থাকে। এই যাত্রায় যোগ দেওয়ার জন্য প্রতি বছর দূরদূরান্ত থেকে মানুষ শিরগাঁওয়ে ভিড় করেন। এবছরও প্রচুর ভক্ত সমাগম হয়। পুণ্যার্থীরা গোয়ার পাশাপাশি মহারাষ্ট্র, কর্ণাটক থেকেও এসেছিলেন বলে জানা যাচ্ছে।

তবে ঠিক কী কারণে কখন হুড়োহুড়ি শুরু হল এবং এমন পরিস্থিতির সৃষ্টি হল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের মধ্যে একাংশ নিয়ন্ত্রণ হারান। তাঁদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। সেখান থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এবং মন্দিরের স্বেচ্ছাসেবকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। এত জমায়েতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন ছিল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে প্রশাসনের দিকেও। জখমরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন