মমতাকে তোপ দাগলেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : “কালীঘাটের কালী বলে দিয়েছেন তুমি আমার প্রতিবেশী হতে পারো, কিন্তু তুমি যা করেছ তাতে আমি তোমার ফাইল নিতে পারব না।” বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব নিয়েই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ভাষাতেই তোপ দাগলেন শমীক ভট্টাচার্য। সোজা কথায়, তৃণমূল রোধের স্টাইল যে বদলাচ্ছে বঙ্গ বিজেপি তা হাবেভাবে ঠারেঠারে বুঝিয়ে দিলেন তিনি। কালী, জগন্নাথের পাশাপাশি টেনে আনলেন এক্কেবারে বিবেকানন্দকেও।

আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ

শমীকের সভাপতিত্ব গ্রহণের মঞ্চ জুড়ে ছিল কালীঘাটের কালীর ছবি। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরের শেষ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মত বিজেপির বাঙিলায়ানায় যে ফাঁক ছিল তাই যেন পূরণ করতে চাইছেন শমীক। তাও নিজস্ব ঢঙে। অনেকেই বলছেন, যে হিন্দু বাঙালির বড় অংশ এতদিন বিজেপির থেকে মুখ ফিরিয়ে ছিল এই কায়দাতেই তাঁদের ঘরে ফেরাতে চাইছে শমীকের বিজেপি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন