‘মমতাকে স্থানীয়রা আর বিশ্বাস করেন না’, মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরকে কটাক্ষ দিলীপের

By Bangla News Dunia Dinesh

Published on:

mamata banerjee dilip ghosh

Bangla News Dunia, Pallab : সোমবার মুর্শিদাবাদে (Murshidabad) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ওয়াকফ আইনের প্রতিবাদে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল নবাবের শহর মুর্শিদাবাদ। যদিও পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই শান্ত। এরইমধ্যে মুখ্যমন্ত্রীর তিনদিনের সফর নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)। তাঁর কথায়, ‘এখন আর মানুষের ক্ষত দূর হবে না। উনি যদি দু-একদিনের মধ্যে যেতেন, লোক ওনাকে বিশ্বাস করতে পারত।’

আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে এদিন সকালে সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষ বলেন, ‘সমস্ত পোড়া দাগ, ক্ষতচিহ্নকে সারিয়ে ফেলার জন্য মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন। মন্দির বা বাড়ি সারাই করতে তাঁর অফিসাররা দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে যেন কোনও দাঙ্গার ক্ষতচিহ্ন না থাকে। যেসমস্ত গাড়ি পুড়ছে, সেইসব সরিয়ে ফেলা হয়েছে। সবকিছু ধামাচাপা দিয়ে উনি দেখাবেন যে কিছুই হয়নি। ওনার দলের নেতারা যেমন বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে।’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘এখন আর মানুষের ক্ষত দূর হবে না। উনি যদি দু-একদিনের মধ্যে যেতেন, লোক ওনাকে বিশ্বাস করতে পারত। এখন মুর্শিদাবাদের লোক এখন আর বিশ্বাস করে না। কারণ তাঁরা বারবার প্রতারিত হচ্ছেন। সুযোগ পেলেই হিন্দুদের বাড়ি ছাড়া করা হচ্ছে। এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে।’

উল্লেখ্য, ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এই অশান্তির ফলে প্রাণ হারিয়েছিলেন বাবা ও ছেলে। ইতিমধ্যেই তাদের সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তুলে দিয়েছেন অর্থ সাহায্য। এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গীয়ে ঠিক বলেন সেদিকে তাকিয়ে ওয়াকিবহালমহল।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন