মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহাকুম্ভে মৌনী অমাবস্যায় পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। বুধবার বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুম্ভে মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, সে দিন পদপিষ্ট হয়ে মৃতের প্রকৃত সংখ্যা নিয়েও। সাংবাদিকদের মমতা বলেন, ‘কুম্ভে এত লোক মারা গেলেন, আপনাদের কাছে খবরই নেই। ২৪ ঘণ্টা তো সেখানে সংবাদমাধ্যমকে ঢুকতেই দেয়নি। এমনকী ইন্টারনেটও ব্লক করে রেখেছিল ওরা।’

এ দিন বাজেট-পরবর্তী সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন। কেন্দ্র সরকার একাধিক প্রকল্পের টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘মহাকুম্ভে এত মানুষের মৃত্যু হলো, কতগুলি কমিশন গিয়েছে? কটা কমিটি গিয়েছে? এখানে কিছু হলেই রিপোর্ট চায়, কমিটি পাঠায়। অথচ কত মানুষ মারা গিয়েছেন কুম্ভে।’

কুম্ভে একাধিক বার আগুন লাগার ঘটনাও ঘটেছে। সে কথাও এ দিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এমন প্রচার হয়েছে, বহু মানুষ পৌঁছে গিয়েছেন সেখানে। অথচ ভিড় নিয়ন্ত্রণ কী ভাবে করা হবে, তা নিয়ে ভাবনা চিন্তা নেই।’ ভিভিআইপিদের দেখতে গিয়ে, সাধারণ মানুষের স্বার্থ অবহেলিত হয়েছে বলেও অভিযোগ করেন মমতা।

মমতা বলেন, ‘আমি একটা ভিডিয়ো দেখলাম, লক্ষ লক্ষ জুতো গাড়িতে তুলছিল। জুতো তোলার সময়ে বলছিল, ওই দেখো বডি নিয়ে আসছে। কত ডেডবডি যে নদীতে ভাসিয়ে দিয়েছে, আমি তো জানি না। তবে একটাই জিনিস জানি, কোভিডেও যখন মানুষ মারা গিয়েছিলেন, মৃতদেহ নদীতে পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন:- কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বিস্তারিত দেখে নিন

আরও পড়ুন:- সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের রীতি শুরু হয়েছিল কীভাবে, সে এক অন্য কাহিনি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন